Connect with us

ওটিটি

অপূর্ব যখন অটোরিকশা চালক, দৌড়াচ্ছেন তাসনিয়া ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে জিয়াউল ফারুক অপূর্ব (ছবি: বঙ্গ)

‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে তাসনিয়া ফারিণ (ছবি: বঙ্গ)

সদরঘাট টার্মিনালে লঞ্চের সামনে ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এরপর দেখা গেলো লেহেঙ্গা ও শার্ট পরে অভিনেত্রী তাসনিয়া ফারিণ দ্রুত বেগে দৌড়াচ্ছেন। খানিক বাদে অটোরিকশা চালাতে দেখা যায় অপূর্বকে। তাদের নতুন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর টিজারে দেখা যায় এসব দৃশ্য। হেলিকপ্টার, আইটেম গান, ক্যাম্পাসে হোলি খেলা, গুণ্ডাবাহিনী, গুলিবর্ষণসহ ৪৩ সেকেন্ডের টিজারটি নজরকাড়া।

ঈদ আনন্দকে দ্বিগুণ করতে আসছে রোমান্টিক ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন তিনিই। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে এই ফিল্ম।

সাইদুর রহমান পাভেল ও জিয়াউল ফারুক অপূর্ব (ছবি: বঙ্গ)

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিলো মুশফিকুর রহমান মঞ্জু প্রযোজিত ‘হাউ সুইট’। কিন্তু শেষ মুহূর্তে এটি পিছিয়ে গেছে। কয়েকদিন আগে এর নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা দেওয়া হয়।

‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল (ছবি: বঙ্গ)

টিজারে স্কুটি চালাতে দেখা যায় অভিনেতা সাইদুর রহমান পাভেলকে। তার পেছনে সওয়ার অপূর্ব-ফারিণ। এ দৃশ্যের শুটিং করতে গিয়ে গত বছরের ১৩ ডিসেম্বর তারা তিন জনই দুর্ঘটনার শিকার হন। এতে আহত হওয়ার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাদের।

জিয়াউল ফারুক অপূর্ব, কাজল আরেফিন অমি ও তাসনিয়া ফারিণ (ছবি: বঙ্গ)

অপূর্বকে নিয়ে এটাই কাজল আরেফিন অমির প্রথম ওয়েব ফিল্ম। এর মাধ্যমে পাঁচ বছর পর আবার একসঙ্গে কাজ করেছেন তারা। ধারণা করা হচ্ছে, ফিল্মটিতে একজন আলোকচিত্রী চরিত্রে দেখা যাবে অপূর্বকে।

‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে তাসনিয়া ফারিণ (ছবি: বঙ্গ)

অন্যদিকে গত বছর বঙ্গ-তে মুক্তিপ্রাপ্ত কাজল আরেফিন অমির ‘অসময়’ ওয়েব ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেন তাসনিয়া ফারিণ। বুম ফিল্মসের ব্যানারে ‘হাউ সুইট’-এর মাধ্যমে আবার তারা একসঙ্গে কাজ করলেন। আর ওটিটিতে এবারই প্রথম অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন ফারিণ।

‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের বিভিন্ন দৃশ্য (ছবি: বঙ্গ)

টিজারে ওয়েব ফিল্মটির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে হাজির হয়েছেন আব্দুল্লাহ রানা, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু। এর আবহসংগীত তৈরি করেছেন জাহিদ নিরব। ‘হাউ সুইট’-এ গান গেয়েছেন বালাম ও নাজমুন মুনিরা ন্যানসি। এটি সুর করেছেন আকাশ সেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ