ঢালিউড
অভিনব কায়দায় মোশাররফের সিনেমা ঈদে মুক্তির ঘোষণা

মোশাররফ করিম ও শরাফ আহমেদ জীবন (ছবি: কারখানা প্রোডাকশন্স)
ঈদে বড় পর্দায় দর্শকদের সামনে আসছেন অভিনেতা মোশাররফ করিম। তার নতুন সিনেমা ‘চক্কর ৩০২’ মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। একটি ভিডিওর মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে। এতে তার পাশাপাশি দেখা গেছে সিনেমাটির পরিচালক শরাফ আহমেদ জীবনকে।
ভিডিওটির বিবরণ অংশে লেখা, ‘মোশারফ করিমের পাতা ফাঁদে পা দিয়েছেন শরাফ আহমেদ জীবন। এ কোন নতুন চক্কর? মোশাররফ করিমের নির্দেশে ভয়ঙ্কর চক্করে শরাফ আহমেদ জীবন। কিন্তু কেন?’
এক ভিডিওতেই ‘চক্কর ৩০২’ সিনেমার বিষয়বস্তু, মূল চরিত্রের বৈশিষ্ট্য ও পেশাসহ বেশ কিছু ধারণা দেওয়া হয়েছে। এর শুরুতে দেখা যায়, পরিচালক-অভিনেতা শরাফ আহমেদ জীবনের হাত পিছমোড়া করে বাঁধা। মুখে সাদা স্কচটেপ। থানায় জেরা করতে এভাবে বসিয়ে রাখা হয়েছে তাকে। তার সামনে এসে বসেন মোশাররফ করিম। শুরুতেই তার প্রশ্ন, ‘বাদাম খাবা?’ জীবন মাথা নেড়ে জানান খাবেন না। এরপর চায়ের প্রস্তাব দেওয়া হলে দুই পাশে মাথা নেড়ে না বোঝালেও পরে ইঙ্গিতে বোঝান খাবেন। কিন্তু মোশাররফ বলেন, ‘তুমি তো ইদানীং আবার বড়লোকের ভাব ধরছো। গ্রিন-টি খাও। গ্রিন-টি নাই। দুঃখিত।’

‘চক্কর ৩০২’ সিনেমার প্রচারণামূলক পোস্টারে মোশাররফ করিম (কারখানা প্রোডাকশন্স)
বন্দিদশা থেকে মুক্তি পেতে শরাফ আহমেদ জীবন হাত-পা-মাথা নাড়াচাড়া করতে থাকেন। কিন্তু বাদাম চিবিয়ে মোশাররফ বলেন, ‘যত কিছুই করো, তোমাকে ছাড়া হবে না। জীবন, জীবনে মানুষকে অনেক পেইন দিয়েছো, অনেক। পেইন জিনিসটা কী, এটা তুমি নিজে জানো না। এটা তোমার জানা দরকার। পেইনটা একটু ভোগ করো।’
একপর্যায়ে মোশাররফ ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন, ‘শাস্তি হবে তোমার, কঠিন শাস্তি। এইভাবে থাকবা। সারাদিন আমি গালাগালি করবো তোমারে, সারাটাদিন। কিছুই বলতে পারবা না। তুমি শুধু শুনবা। নো ওয়ে। কী যে ভাল্লাগতাছে আমার। আহ!’
সিনেমার নাম ‘চক্কর ৩০২’-এর অর্থ একটি কথায় বুঝিয়েছেন মোশাররফ। জীবনের মুখ থেকে স্কচটেপ খুলে দিতে তিনি বলেন, ‘মইরে-টইরে গেলে আবার ৩০২ ধারার চক্করে ডাইরেক্ট ফাঁসি!’
মুখ খুলতেই শরাফ আহমেদ জীবন জানতে চান, ‘দাদু তুমি এটা কাজ করলা? আমি কী অপরাধ করছি যে তুমি আমারে এই শাস্তি দিতাছো।’
মোশাররফের পাল্টা প্রশ্ন, ‘আমার অপরাধটা কী? আমি কী করছি? তুমি লোক লাগাইছো আমার পিছনে। লোকজন আমারে ফলো করতেছে। আমি কোথাও শান্তিতে বসতে পারি না। একটা হোটেলে গিয়ে বসতে পারি না। দেখি দূরে তোমার লোক দাঁড়ানো। বাসায় লোক পাঠাও, দারোয়ানকে জিজ্ঞেস করে আমি বাসায় আছি কিনা। আমি সিসি ক্যামেরায় সেসব দেখি। এগুলো করছো তুমি। আমার পেশা অভিনয় করা। তুমি নাটকের সেটে লোক পাঠাও। হোয়াট ইজ দিস? আমার অপরাধটা কী? আমার শান্তি কেনো নষ্ট করছো তুমি?’

শরাফ আহমেদ জীবন (ছবি: ফেসবুক)
জীবন বলেন, ‘আমি যা করছি, নিরুপায় হয়েই তো করছি। আমি সিনেমাটা বানাইছি, আর এটা মুক্তি দিবো না?’
মোশাররফ তখন উত্তেজিত হয়ে বলেন, ‘রিলিজ দাও, কে না করছে? তুমি ডিরেক্টর, তুমি রিলিজ দিবে না তো কে দিবে রিলিজ? তুমিই তো রিলিজ দিবা। এটা তোমার দায়িত্ব। আমার দায়িত্ব আমি পালন করছি। অভিনয় করছি, ডাবিং করছি। খেলা শেষ! তুমি দেও রিলিজ। তোমার ওই টিজার-ফিজার, গান রিলিজ, সবাই যা করে, করো সেটা। আমার দায়িত্বটা কী?’
হতভম্ব হয়ে জীবন বলেন, ‘তোমার কোনো দায়িত্ব নাই?’ মোশাররফ ‘না’ বলতে দেরি করেননি। তখন জীবন বলেন, ‘আমি সিনেমা বানাইছি, এজন্য আমারই সব দায়িত্ব? আমি পরিচালক, আমি ছবি বানাইছি। তুমি তো সিনেমায় অভিনয় করছো। শিল্পী হিসেবে তোমার একটা দায় আছে না?’
এভাবে বাগবিতণ্ডা লেগে যায় দুই জনের। দ্রুত জীবনের মুখে স্কচটেপ মেরে দিতে বলেন মোশাররফ। তিনি বলেন, ‘২ টাকার স্কচটেপের কী ক্ষমতা! মুহূর্তের মধ্যে বাঘের বাচ্চা বিলাই হইয়া গেছে।’

মোশাররফ করিম (ছবি: ফেসবুক)
সবশেষে ক্যামেরায় তাকিয়ে মোশাররফ করিম বলেন, ‘ঘটনা তো সিম্পল ভাই! ঈদুল ফিতরে শরাফ আহমেদ জীবন পরিচালিত ‘চক্কর ৩০২’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। তাতে অভিনয় করেছে মোশাররফ করিম। এই কথাটাই সে বলতে চায়। ছবি রিলিজ হবে, প্রমোশন হবে, সবই হবে। কিন্তু তোমার রিলিজ নাই। তুমি এভাবেই থাকবা!’
‘চক্কর ৩০২’ সিনেমায় ইন্সপেক্টর মইনুল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। সরকারি অনুদানে ও কারখানা প্রোডাকশন্সের প্রযোজনায় এর শুটিং হয়েছে। সহ-প্রযোজনায় গামাফ্লিক্স।
‘চক্কর ৩০২’ হলো শরাফ আহমেদ জীবন পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়ালে সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করে অভিজ্ঞ হয়েছে তার মুন্সিয়ানা। ইদানীং কাজল আরেফিন অমির নাটক-ওয়েব ফিল্মে অভিনেতা হিসেবে তাকে পর্দায় দেখা যায় বেশি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস