গান বাজনা
অর্ণবের মুখে হাসি, হাতে ‘ভাল্লাগেনা’

‘ভাল্লাগেনা’ অ্যালবামের প্রচ্ছদ হাতে সায়ান চৌধুরী অর্ণব (ছবি: ফেসবুক)
শ্রোতাদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব নতুন অ্যালবাম বের করছেন। এর নাম রাখা হয়েছে ‘ভাল্লাগেনা’। এটি প্রকাশ হতে যাচ্ছে আগামী ৩০ অক্টোবর। তিনি নিজেই এসব খবর জানিয়েছেন।
আজ (২৬ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় নতুন অ্যালবামের প্রচ্ছদ পোস্ট করে অর্ণব লিখেছেন, “আসছে আমার নতুন অ্যালবাম ‘ভাল্লাগেনা’। অপেক্ষা এই ৩০ তারিখের!”
অর্ণবের পোস্টে অনেকে মন্তব্য করেছেন। নির্মাতা আদনান আল রাজীব লিখেছেন, ‘আরে বাহ, কী হাসিখুশি!’ শিল্প নির্দেশক শিহাব নুরুন নবী অভিনন্দন জানিয়েছেন শিল্পীকে।
দানীন সুহানা নামের একজন লিখেছেন, ‘মুখে হাসি, হাতে ভাল্লাগেনা।’ রবিউল হাসান অঙ্কনের অনুভূতিতে, ‘ভাল্লাগেনা’ প্রকাশ হলে ভাল্লাগবে!’

অর্ণবের ‘ভাল্লাগেনা’ অ্যালবামের প্রচ্ছদ (ছবি: ফেসবুক)
‘ভাল্লাগেনা’ অ্যালবামের প্রচ্ছদ এঁকেছেন অর্ণব নিজেই। এতে একটি চরিত্রকে গিটার হাতে দেখা যাচ্ছে। অ্যালবামটিতে গান থাকবে মোট আটটি। সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্ণব। এরমধ্যে কয়েকটি গান স্বনামধন্য কবির কবিতায় অনুপ্রাণিত। বাকিগুলো অর্ণব, তৌফিক ও প্রয়াত রাজীব আশরাফের লেখা।
রাজধানীর বনানীতে একটি রেস্তোরাঁয় প্রকাশনা অনুষ্ঠানে অ্যালবামটির প্রথম গান প্রকাশ্যে আসবে। অর্ণবের নিজস্ব প্রতিষ্ঠান ‘আধখানা মিউজিক’ বের করছে এটি। এছাড়া স্পটিফাইয়ে তার অফিসিয়াল চ্যানেলে প্রকাশ হবে গানগুলো।
একদশক পর পূর্ণাঙ্গ মৌলিক অ্যালবাম প্রকাশের ঘোষণা দিলেন অর্ণব। তার সর্বশেষ পূর্ণাঙ্গ মৌলিক গানের অ্যালবাম ‘খুব ডুব’ বাজারে আসে ২০১৫ সালে। এরপর প্রকাশিত হয়েছে আরো দুটি অ্যালবাম ‘অন্ধ শহর’ ও ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২’। এগুলোর একটি রিমেক, আরেকটিতে আছে পুরোনো গান।
অর্ণবের অন্য অ্যালবামগুলো হলো– ‘চাইনা ভাবিস’, ‘হোক কলরব’, ‘ডুব’, ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস লাইভ’, ‘রোদ বলেছে হবে’ ও ‘আধেক ঘুমে’। গত কয়েক বছর ‘কোক স্টুডিও বাংলা’র গানগুলোতে কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
