Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

অস্কার ২০২৫: মনোনয়নে ইতিহাস গড়লো ‘এমিলিয়া পেরেজ’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় জোয়ি সালদানিয়া (ছবি: ফ্রান্স টু সিনেমা)

৯৭তম অস্কারের মনোনয়ন তালিকা প্রকাশিত হলো। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রীসহ সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’। অস্কারের ইতিহাসে কোনও অ-ইংরেজি ভাষার সিনেমার এটাই সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড। 

গতকাল (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে শুরু হয় মনোনয়ন ঘোষণার অনুষ্ঠান। শুরুতে অ্যাকাডেমি সভাপতি জ্যানেট ইয়েং ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিল ক্র্যামার শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর একে একে ২৩টি বিভাগে মনোনীতদের নাম জানান ইতালিয়ান-আইরিশ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী র‌্যাচেল সেনেট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা-কমেডিয়ান বোয়েন ইয়েং। অস্কারের দুটি ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম (টিকটক, টুইটার, ইউটিউব, ফেসবুক) এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস ও হুলু’তে সরাসরি দেখানো হয় এই আয়োজন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে আগামী ২ মার্চ রয়েছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ আসর। আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন প্রথমবার অস্কার সঞ্চালনা করবেন। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু’তে সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি।

৯৭তম অস্কারের মনোনয়ন তালিকা
সেরা সিনেমা
আনোরা (অ্যালেক্স কোকো, সামান্থা কোয়ান, শন বেকার), দ্য ব্রুটালিস্ট (এ২৪), অ্যা কমপ্লিট আননোন (ফ্রেড বার্গার, জেমস ম্যানগোল্ড, অ্যালেক্স হাইনম্যান), কনক্লেভ (টেসা রস, জুলিয়েট হাওয়েল, মাইকেল অ্যা. জ্যাকম্যান), ডুন: পার্ট টু (ম্যারি প্যারেন্ট, কেল বয়টার, তানিয়া লাপয়েন্ট, ডেনি ভিলন্যুভ), এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স), আই অ্যাম স্টিল হিয়ার, নিকেল বয়েজ, দ্য সাবস্ট্যান্স, উইকেড (মার্ক প্লাট)

অভিনেতা
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট), টিমোতি শালামে (অ্যা কমপ্লিট আননৌন), কোলম্যান ডমিঙ্গো (সিং সিং), র‌্যালফ ফাইনস (কনক্লেভ), সেবাস্টিয়ান স্ট্যান (দি অ্যাপ্রেন্টিস)

অভিনেত্রী
সিনথিয়া এরিভো (উইকেড), কার্লা সোফিয়া গাসকোন (এমিলিয়া পেরেজ), মাইকি ম্যাডিসন (আনোরা), ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স), ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার)

পার্শ্ব অভিনেতা
ইউরা বরিসভ (আনোরা), কিয়ের‌্যান কালকিন (অ্যা রিয়েল পেইন), এডওয়ার্ড নর্টন (অ্যা কমপ্লিট আননৌন), গাই পিয়ার্স (দ্য ব্রুটালিস্ট), জেরেমি স্ট্রং (দি অ্যাপ্রেন্টিস)

পার্শ্ব অভিনেত্রী
মনিকা বারবারো (অ্যা কমপ্লিট আননোন), আরিয়ানা গ্রান্ডে (উইকেড), ফেলিসিটি জোন্স (দ্য ব্রুটালিস্ট), ইজাবেলা রসেলিনি (কনক্লেভ), জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)

পরিচালক
শন বেকার (আনোরা), ব্র্যাডি কোর্বে (দ্য ব্রুটালিস্ট), জেমস ম্যানগোল্ড (অ্যা কমপ্লিট আননোন), জ্যাক অঁডিয়ার (এমিলিয়া পেরেজ), কোরালি ফারজাঁ (দ্য সাবস্ট্যান্স)

মৌলিক চিত্রনাট্য
আনোরা (শন বেকার), দ্য ব্রুটালিস্ট (ব্র্যাডি কোর্বে, মোনা ফাস্টফল্ড), অ্যা রিয়েল পেইন (জেসি আইজেনবার্গ), সেপ্টেম্বর ফাইভ (মরিৎজ বিন্ডার, টিম ফেলবাম, অ্যালেক্স ডেভিড), দ্য সাবস্ট্যান্স (কোরালি ফারজাঁ)

রূপান্তরিত চিত্রনাট্য
অ্যা কমপ্লিট আননোন (জেমস ম্যানগোল্ড, জে ককস), কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান), এমিলিয়া পেরেজ (জ্যাক অঁদিয়ার, টমা বিদেগেঁ, লেয়া মিসিয়াস, নিকোলা লাভাকি), নিকেল বয়েজ (রামেল রস, জসলিন বার্নস), সিং সিং (ক্লিন্ট বেন্টলি, গ্রেগ কিডার, ক্লারেন্স ম্যাকলিন, জন ‘ডিভাইন জি’ হুইটফিল্ড)

অ্যানিমেটেড চলচ্চিত্র
ফ্লো, ইনসাইড আউট টু (কেলসি মান, মার্ক নিয়েলসেন), মেমোয়ার অব অ্যা স্নেইল (অ্যাডাম এলিয়ট, লিজ কিয়ার্নি), ওয়ালেস অ্যান্ড গ্রমিট: ভেনজেন্স মোস্ট ফাউল, দ্য ওয়াইল্ড রোবট (ক্রিস স্যান্ডার্স, জেফ হারম্যান)

অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
বিউটিফুল মেন (নিকোলাস কেপেনস, ব্রেখ্ট ফন এলসলান্দা), ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস (শিরিন সোহানি, হোসেন মোলায়েমি), ম্যাজিক ক্যান্ডিস (দাইসুকে নিশিয়ো, তাকাশি ওয়াশিয়ো), ওয়ান্ডার টু ওয়ান্ডার (নিনা হান্টজ, স্টিনেটে বোসক্লোপার), ইয়াক! (লোইক এসপুৎশে, জুলিয়েট মার্কে)

আন্তর্জাতিক চলচ্চিত্র
আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল), দ্য গার্ল উইথ দ্য নিডেল (ডেনমার্ক), এমিলিয়া পেরেজ (ফ্রান্স), দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (ইরান), ফ্লো (লাটভিয়া)

চিত্রগ্রহণ
দ্য ব্রুটালিস্ট (লল ক্রলি), ডুন: পার্ট টু (গ্রেগ ফ্রেজার), এমিলিয়া পেরেজ (পল গিয়ম), মারিয়া (এড লাকম্যান), নসফেরাটু (ইয়ারিন ব্লাশকা)

পোশাক পরিকল্পনা
অ্যা কমপ্লিট আননোন (আরিয়ান ফিলিপস), কনক্লেভ (লিজি ক্রিস্তেঁ), গ্ল্যাডিয়েটর টু (জ্যান্টি ইয়েটস, ডেভ ক্রসম্যান), নসফেরাটু (লিন্ডা মিউয়ার), উইকেড (পল টেজওয়েল)

প্রামাণ্যচিত্র
ব্ল্যাক বক্স ডায়েরিস (শিওরি ইতো, এরিক নায়ারি, হানা অ্যাকভিলিন), নো আদার ল্যান্ড (বাসেল অ্যাদ্রা, র‌্যাচেল সোর, হামদান বালাল, ইউভাল অ্যাব্রাহাম), পর্সেলেন ওয়ার (ব্রেন্ডন বেলোমো, স্লাভা লিয়ন্তিভ, আনেলা সিদোর্শকা, পলা দুপ্রি’ পেজমেন), সাউন্ডট্র্যাক টু অ্যা ক্যু দিতা (ইয়োহান গ্রিমনপ্রেজ, ডান মিলিয়াস, রেমি গ্রেলেটি), সুগারকেইন

স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
ডেথ বাই নাম্বার্স (কিম অ্যা. স্নাইডার, জ্যানিক এল. রবিয়াঁ), আই অ্যাম রেডি ওয়ার্ডেন (স্মৃতি মুন্দ্র, মায়া গিনিপ), ইনসিডেন্ট (বিল মরিসন, জেমি ক্যালভেন), ইনস্ট্রুমেন্টস অব অ্যা বিটিং হার্ট (এমা রায়ান ইয়ামাজাকি, এরিক নায়ারি), দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা (মলি ও’ব্রায়েন, লিসা রেমিংটন)

সম্পাদনা
আনোরা (শন বেকার), দ্য ব্রুটালিস্ট (ডেভিড জাঙ্কসো), কনক্লেভ (নিক এমারসন), এমিলিয়া পেরেজ (জুলিয়েট ওয়েলফ্লিং), উইকেড (মাইরন কার্স্টেইন)

রূপসজ্জা ও চুলসজ্জা
অ্যা ডিফারেন্ট ম্যান (মাইক মারিনো, দাভিদ প্রেস্তো, ক্রিস্তাল হুরাদো), এমিলিয়া পেরেজ (জুলিয়া ফ্লক কারবোনেল, ইমানুয়েল জ্যঁ ভিয়ের, জ্যঁ-ক্রিস্তফ স্পাদাসিনি), নসফেরাটু (ডেভিড হোয়াইট, ট্রেসি লোডার, সুজান স্টোকস-মান্টন), দ্য সাবস্ট্যান্স (পিয়ের-অলিভিয়ের পেরসাঁ, স্টেফানি গিয়োঁ, ম্যারিলিন স্কারসেলি), উইকেড (ফ্রান্সেস হ্যানন, লরা ব্লাউন্ট, সারাহ নুথ)

মৌলিক আবহ সংগীত
দ্য ব্রুটালিস্ট (ড্যানিয়েল ব্লুমবার্গ), কনক্লেভ (ফলকার বারটেলম্যান), এমিলিয়া পেরেজ (ক্লেমোঁ দ্যুঁকল, কামিল), উইকেড (জন পাওয়েল, স্টিফেন শোয়ার্টজ), দ্য ওয়াইল্ড রোবট (ক্রিস বাওয়ার্স)

মৌলিক গান
এল মাল (এমিলিয়া পেরেজ; ক্লেমোঁ দ্যুঁকল, কামিল, জ্যাক অঁডিয়ার), দ্য জার্নি (দ্য সিক্স ট্রিপল এইট; ডায়েন ওয়ারেন), লাইক অ্যা বার্ড (সিং সিং; অ্যাব্রাহাম আলেকজান্ডার, অ্যাড্রিয়ান কেসাদা), মি কামিনো (এমিলিয়া পেরেজ; ক্লেমোঁ দ্যুঁকল, কামিল), নেভার টু লেট (এলটন জন: নেভার টু লেট; এলটন জন, ব্র্যান্ডি কার্লাইল, অ্যান্ড্রু ওয়াট, বের্নি টপিন)

সেরা শিল্প নির্দেশনা
দ্য ব্রুটালিস্ট (জুডি বেকার, প্যাট্রিসিয়া কুচিয়া), কনক্লেভ (সুজি ডেভিস, সিনথিয়া স্লেইটার), ডুন: পার্ট টু (প্যাট্রিসিয়া ভারমেট, শেন ভিউ), নসফেরাটু (ক্রেগ র‌্যাথ্রপ, বিট্রিস ব্রেন্টনারোভা), উইকেড (নাথান ক্রোলি, লি স্যান্ডালস)

সেরা শব্দ
অ্যা কমপ্লিট আননোন (টড অ্যা. মেইটল্যান্ড, ডোনাল্ড সিলভেস্টার, টেড ক্যাপলান, পল ম্যাসি, ডেভিড জিয়ামার্কো), ডুন: পার্ট টু (গারেথ জন, রিচার্ড কিং, রন বার্টলেট, ডগ হেমফিল), এমিলিয়া পেরেজ (এরওয়ান কারজানেট, ইমেরিক দ্যুভলদেয়ার, ম্যাক্সন্স দ্যুসেয়ার, সিরিল অল্টজ, নিলস বার্লেতা), উইকেড (সায়মন হেইস, ন্যান্সি নিউজেন্ট টাইটেল, জ্যাক ডলম্যান, অ্যান্ডি নেলসন, জন মারকি), দ্য ওয়াইল্ড রোবট (র‌্যান্ডি টম, ব্রায়ান চামনি, গ্যারি অ্যা. রিৎজো, লেফ লেফার্টস)

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
অ্যালিয়েন: রোমিউলাস (এরিক বার্বা, নেলসন সেপালভেডা ফওজার, ড্যানিয়েল ম্যাকারিন, শেন মহান), বেটার ম্যান (লুক মিলার, ডেভিড ক্লেটন, কিথ হার্ফট, পিটার স্টাবস), ডুন: পার্ট টু (পল ল্যাম্বার্ট, স্টিফেন জেমস, রাইস স্যালকম্ব, জার্ড নেফজার), কিংডম অব দ্য প্লানেট অব দ্য অ্যাপস (এরিক উইনকিস্ট, স্টিফেন আন্টারফ্রাঞ্জ, পল স্টোরি, রডনি বার্ক), উইকেড (পাবলো হেলম্যান, জনথান ফকনার, ডেভিড শার্ক, পল কোরবুল্ড)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
অ্যা লিয়েন (স্যাম কাটলার-কায়েৎজ, ডেভিড কাটলার-কায়েৎজ), আনুজা (অ্যাডাম জে. গ্রেভস, সুচিত্রা মাত্তাই), আই অ্যাম নট অ্যা রোবট (ভিক্টোরিয়া ওয়ারমারডাম, ট্রেন্ট), দ্য লাস্ট রেঞ্জার (সিন্ডি লি, ডারউইন শো), দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট (নেবোয়সা স্লিয়েপসেভিচ, দানিয়েল পেক)

সিনেমাওয়ালা প্রচ্ছদ