Connect with us

সিনেমা হল

অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে নিশোর ‘সুড়ঙ্গ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘সুড়ঙ্গ’ সিনেমায় তমা মির্জা ও আফরান নিশো (ছবি: চরকি)

রায়হান রাফী পরিচালিত ও আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে আজ (৭ জুলাই)। দেশটির বিভিন্ন শহরে এটি দেখা যাবে। বঙ্গজ ফিল্মস দেশের বাইরে এই সিনেমা পরিবেশনার দায়িত্বে রয়েছে।

নিউ সাউথ ওয়েলস প্রদেশের ব্যাংকসটাউন শহরে ৭ থেকে ৯ জুলাই, ব্ল্যাকটাউন ও ওয়েদারিল পার্ক শহরে ৭ জুলাই, ভিক্টোরিয়া প্রদেশের চ্যাডস্টোন শহরে ৯ জুলাই ও ওয়েরিবি শহরে ৯ এবং ১৬ জুলাই ‘সুড়ঙ্গ’ দেখানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিনেমাহল ছাড়াও সিডনির ক্যাম্পবেলটাউন আর্টস সেন্টারে আগামী ৯ জুলাই এর চারটি প্রদর্শনী রয়েছে।

‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশো (ছবি: চরকি)

অস্ট্রেলিয়ার পর বিশ্বের আরো কয়েকটি দেশে পর্যায়ক্রমে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। এরমধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডায় ২১ জুলাই, যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে ২৮ জুলাই এবং নিউজিল্যান্ডে ৩০ জুলাই থেকে এটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এছাড়া মধ্যপ্রাচ্যের সাতটি দেশে মুক্তি পাবে এই সিনেমা। এরমধ্যে সৌদি আরবে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে যাবে এটি।

‘সুড়ঙ্গ’র দৃশ্যে আফরান নিশো (ছবি: চরকি)

‘সুড়ঙ্গ’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। ওপার বাংলায় ‘কাইজ়ার’ ওয়েব সিরিজ়ের সুবাদে তার জনপ্রিয়তা বেড়েছে। তাই ‘সুড়ঙ্গ’ কলকাতায় পরিবেশনার দায়িত্ব নিয়েছে এসভিএফ। আগামী ২২ জুলাই কলকাতায় সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশো (ছবি: চরকি)

ঈদুল আজহায় গত ২৯ জুন মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। দর্শকমহলে সাড়া ফেলেছে এটি। পরিচালক রায়হান রাফীর দাবি, শুধু সিনেপ্লেক্সে বিক্রি হয়েছে ‘সুড়ঙ্গ’র ২ কোটি ৫০ লাখ টাকার টিকিট।

চরকি ও আলফা আই প্রযোজিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন তমা মির্জা, মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারিসহ আরও অনেকে। আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ