ঢালিউড
অ্যাকশন লুকে তাসনিয়া ফারিণ, রাজের শুভেচ্ছায় নতুন সিনেমার আভাস

অ্যাকশন লুকে তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)
একহাতে পিস্তল। অন্য হাতে রক্ত লেগে থাকা ধারালো চাকু। আর্মি প্যান্ট বেল্ট ও টি-শার্টে দুই হাঁটু গেড়ে নিশানায় অপলক দৃষ্টি। মুখে ছোপ ছোপ রক্তের দাগ। ঝুটি বাঁধা চুল। অভিনেত্রী তাসনিয়া ফারিণকে এমন অ্যাকশন লুকে পাওয়া গেলো একটি ছবিতে। এতে ইংরেজিতে লেখা আছে, ‘হ্যাপি বার্থডে তাসনিয়া ফারিণ।’ অভিনেতা শরিফুল রাজ ও পরিচালক সঞ্জয় সমদ্দার এটি শেয়ার দিয়েছেন। ফলে আভাস পাওয়া যাচ্ছে, তারা নতুন একটি সিনেমায় একসঙ্গে কাজ করতে যাচ্ছে।
বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, ‘ইনসাফ’ নামের একটি অ্যাকশন থ্রিলার ধাঁচের বাণিজ্যিক সিনেমায় জুটি বাঁধছেন শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ। এটি পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার। আগামী মাসে এর শুটিং শুরু হতে পারে। এতে নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র।

শরিফুল রাজ (ছবি: ফেসবুক)
শরিফুল রাজের প্রথম সিনেমা রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ মুক্তি পায় ২০১৬ সালে। এরপর একে একে এসেছে তার অভিনীত ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘গুণিন’, ‘হাওয়া’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’ ও ‘ওমর’। এছাড়া হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘কবি’ মুক্তির অপেক্ষায় আছে। এতে তার সঙ্গে পর্দায় আসবেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল।

তাসনিয়া ফারিণ (ছবি: ইনস্টাগ্রাম)
‘ইনসাফ’-এর আগে দুই বাংলায় পৃথক দুটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তাসনিয়া ফারিণের। এরমধ্যে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’র জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি। আর গত বছর বাংলাদেশে মুক্তি পেয়েছে ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’। এটি ইরানের চলচ্চিত্র উৎসবে পুরস্কার এনে দিয়েছে ফারিণকে।

সঞ্জয় সমদ্দার (ছবি: ফেসবুক)
গত ২৪ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিলো মোশাররফ করিম অভিনীত ‘বিলডাকিনি’। কিন্তু শেষ মুহূর্তে এটি পিছিয়ে গেছে।
পরিচলক সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। কলকাতার জিৎকে নিয়ে নিজের প্রথম সিনেমা ‘মানুষ’ বানিয়েছেন তিনি। কলকাতার পাশাপাশি এটি বাংলাদেশের সিনেমাহলেও মুক্তি পেয়েছে। এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস