Connect with us

গান বাজনা

আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান আসছে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আইয়ুব বাচ্চু (ছবি: বায়েজিদ ওয়াহিদ)

দেশীয় ব্যান্ডসংগীতের কিংবদন্তি তারকা আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত একটি গান আসছে। এর শিরোনাম ‘ইনবক্স’। আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন থেকে এটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে মৃত্যুর ছয় বছর পর তাঁর কণ্ঠে নতুন গান শোনা যাবে।

ঢাকার মগবাজারে নিজের রেকর্ডিং স্টুডিও এবি কিচেনে গান তৈরি করতেন আইয়ুব বাচ্চু। এখানকার হার্ডডিস্কে তাঁর অপ্রকাশিত কিছু গান রয়েছে বলে জানা গেছে। সেগুলোরই একটি ‘ইনবক্স’। এর কথা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু।

আইয়ুব বাচ্চু (জন্ম: ১৬ আগস্ট, ১৯৬২; মৃত্যু: ১৮ অক্টোবর, ২০১৮)

গত ২৬ নভেম্বর এলআরবি ব্যান্ডের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ইনবক্স’ গানের ব্যাপারে জানানো হয়। আগামী ১ ডিসেম্বর ব্যান্ড মিউজিক ডে’তে এর অডিও-ভিডিও অবমুক্ত হবে। ইউটিউবে আইয়ুব বাচ্চু চ্যানেলের পাশাপাশি আইটিউনস, স্পটিফাইসহ বেশ কিছু প্ল্যাটফর্মে এটি শোনা যাবে। কোলাহল কমিউনিকেশনের ব্যানারে ‘ইনবক্স’ গানের ভিডিও নির্মাণ করেছেন সাংবাদিক, উপস্থাপক ও সুরকার তানভীর তারেক।

আইয়ুব বাচ্চু (জন্ম: ১৬ আগস্ট, ১৯৬২; মৃত্যু: ১৮ অক্টোবর, ২০১৮)

একদশক আগে আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আই প্রাঙ্গণে ব্যান্ড ফেস্ট করার রীতি শুরু হয়। সেই থেকে প্রতিবছর ১ ডিসেম্বর এই উৎসব হচ্ছিলো। পরবর্তী সময়ে দিনটিকে ‘বাংলাদেশ ব্যান্ড মিউজিক ডে’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান প্রকাশের জন্য তাই এই দিনটি বেছে নেওয়া হয়েছে।

আইয়ুব বাচ্চু (জন্ম: ১৬ আগস্ট, ১৯৬২; মৃত্যু: ১৮ অক্টোবর, ২০১৮)

আইয়ুব বাচ্চুর আরো অনেক অপ্রকাশিত গান রয়েছে। ধীরে ধীরে সেগুলো প্রকাশের পরিকল্পনা করছেন তাঁর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। তাকে সার্বিক সহযোগিতা করছেন এলআরবি’র গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ।

আইয়ুব বাচ্চু (জন্ম: ১৬ আগস্ট, ১৯৬২; মৃত্যু: ১৮ অক্টোবর, ২০১৮)

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ২০১৮ সালের ১৮ অক্টোবর তিনি পাড়ি জমান অনন্তযাত্রায়।

সিনেমাওয়ালা প্রচ্ছদ