Connect with us

বলিউড

‘আমাদের জীবনের সেরা উপহার শিগগিরই আসছে’ 

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির সংসার বড় হচ্ছে! তাদের ঘর আলো করতে আসছে প্রথম সন্তান। এখন তার অপেক্ষায় দিন গুনছেন দু’জনে। 

গতকাল সোশ্যাল মিডিয়ায় কিয়ারা একটি ছবি শেয়ার করেছেন। এতে তার ও সিদ্ধার্থের দুই হাতের ওপর রাখা শিশুদের উপযোগী ক্রিম রঙের একজোড়া মোজা দেখা যায়। তিনি লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার। শিগগিরই আসছে।’ এর সঙ্গে বেবি অ্যাঞ্জেল ইমোজি জুড়ে দিয়েছেন নায়িকা।

 

View this post on Instagram

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

কিয়ারার পোস্ট শেয়ার করেছেন সিদ্ধার্থ। এরপরই শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভেসেছেন তারা। তাদের ফোন করে ও মেসেজ দিয়ে শুভকামনা জানিয়েছেন বলিউডের অনেক তারকা।

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা (ছবি: ইনস্টাগ্রাম)

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি ভারতের জয়সালমারে রাজকীয় আবহে বিয়ে করেন ‘শেরশাহ’ জুটি সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের দুই বছর পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সুখবরটির আভাস দিলেন তারা।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি (ছবি: ইনস্টাগ্রাম)

কিয়ারার হাতে এখন আছে ফারহান আখতারের ‘ডন থ্রি’। এতে নতুন ডন রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। অন্যদিকে জানভি কাপুরের বিপরীতে ‘পরম সুন্দরী’তে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ