Connect with us

বলিউড

‘আশিকি থ্রি’র ঘ্রাণে নয়া জুটি কার্তিক-শ্রীলীলা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কার্তিক আরিয়ান ও শ্রীলীলা (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন ভারতের দক্ষিণী নায়িকা শ্রীলীলা। এবারই প্রথম হিন্দি সিনেমায় দেখা যাবে তাকে। অনুরাগ বসুর পরিচালনায় ‘আশিকি থ্রি’ নিয়ে বড় পর্দায় আসছেন তারা। সিনেমাটির প্রচারণামূলক একটি টিজার রাতারাতি ভাইরাল হয়েছে। এর কয়েক ঝলক দেখে আশা করা হচ্ছে, পর্দায় জমজমাট হবে তাদের রসায়ন। দর্শকদের মন জয় করে ইতোমধ্যে হিট নয়া জুটি। 

যদিও গতকাল (১৫ ফেব্রুয়ারি) অনলাইনে প্রকাশিত প্রচারণামূলক ভিডিওতে একবারও সিনেমার নাম দেখানো হয়নি! এতে কার্তিককে উদাসীন প্রেমিকের মতো লেগেছে। এলোমেলো চুল, মুখভর্তি দাড়ি-গোঁফ ও হাতে গিটার। আলো-আঁধারি মঞ্চে তিনি গেয়ে ওঠেন ‘আশিকি’র চেনা গান, ‘তু মেরি জিন্দেগি হ্যায়/তুমি মেরি হর খুশি হ্যায়/তু হি পেয়ার, তু হি চাহাত/তু হি আশিকি হ্যায়’। ফলে সিনেমার নাম আলাদাভাবে লেখার দরকারই পড়েনি! যদিও এ নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

‘আশিকি থ্রি’র একঝলকের সুবাদে অনেকদিন ধরে হাওয়ায় ভাসতে থাকা গুঞ্জনের ইতি ঘটেছে। কানাঘুষা চলছিলো, পরিচালক অনুরাগ বসুর প্রথম পছন্দ ‘অ্যানিমেল’ তারকা তৃপ্তি দিমরি। ‘ভুলভুলাইয়া থ্রি’তে কার্তিকের সঙ্গে দেখা গেছে এই নায়িকাকে। ফলে তারা আবার জুটি বাঁধবেন বলে অনুমান ছিলো অনেকের। শেষ পর্যন্ত কে নায়িকা হবেন তার নাম জানতে মুখিয়েছিলেন দর্শকরা। অবশেষে সব জল্পনার অবসান হলো।

কার্তিক আরিয়ান (ছবি: টি-সিরিজ)

টি-সিরিজের ভূষণ কুমার ও কৃষাণ কুমারের প্রযোজনায় ‘আশিকি থ্রি’র সংগীত পরিচালনা করছেন প্রীতম চক্রবর্তী। নতুন গান তৈরির পাশাপাশি ‘আশিকি’র পুরনো গান নতুনভাবে উপস্থাপন করবেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে।

শ্রীলীলা ও কার্তিক আরিয়ান (ছবি: টি-সিরিজ)

১৯৯০ সালে মহেশ ভাট পরিচালিত ‘আশিকি’তে উথাল-পাথাল প্রেমের গল্পে রাহুল রায় ও অনু আগারওয়ালের রসায়নের সঙ্গে শ্রুতিমধুর বেশ কিছু গান দর্শক-শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছিলো। ২০১৩ সালে নতুন আবহে সাজানো এর সিক্যুয়েল ‘আশিকি টু’তে সিদ্ধার্থ রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর জুটির সঙ্গে অরিজিৎ সিংয়ের ‘তুম হি হো’ গোটা দুনিয়া কাঁপিয়েছে! এবার ‘আশিকি’ জুটির তালিকায় নাম লেখালেন কার্তিক-শ্রীলীলা।

শ্রীলীলা (ছবি: ইনস্টাগ্রাম)

আমেরিকায় জন্মগ্রহণ করা তেলুগু ও কান্নাডা সিনেমার তারকা শ্রীলীলা ‘পুষ্পা টু: দ্য রুল’-এর ‘কিসিক’ গানে আল্লু অর্জুনের সঙ্গে নেচে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। এবার কার্তিকের বিপরীতে প্রেমের অভিনয়ে দর্শককে বিমোহিত করবেন তিনি।

কার্তিক আরিয়ান (ছবি: টি-সিরিজ)

এদিকে কার্তিক আরিয়ানের হাতে আরো আছে করণ জোহর প্রযোজিত ও সমীর বিদ্বান পরিচালিত ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ