ফ্যান জোন
আসিফের ফাউন্ডেশন, বাঁধনের পোশাক বিতরণ ও ইমরানের টিম গঠন
দেশের ১১ জেলা বন্যায় বিপদগ্রস্ত। পানিতে ডুবে ও প্রবল স্রোতে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় লাখ লাখ বানভাসি মানুষকে বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। পানিতে ঘরবাড়ি ও জনপদ ভেসে যাওয়ায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। তাই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন বিনোদন অঙ্গনের তারকারা। কেউ নিজের পোশাক দিচ্ছেন, কেউবা অর্থ অনুদানের ঘোষণা দিয়েছেন।
কণ্ঠশিল্পী আসিফ আকবর দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায়দের পাশে থাকতে নিজের নামে ফাউন্ডেশন খুলে তহবিল সংগ্রহ করছেন। প্রয়াত রকতারকা আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবি’র ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ত্রাণ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংগীতশিল্পী ইমরান মাহমুদুল লিখেছেন, ‘মানুষ মানুষের জন্য। আমিসহ আমার বন্ধুরা আমরা একটি টিম গঠন করে বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়াচ্ছি। আপনিও আপনার জায়গা থেকে যে যেভাবে পারেন তাদের পাশে দাঁড়ান।’
অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘বন্যার্তদের জন্য এখন সবকিছুর পাশাপাশি লাগবে পরনের পোশাক। আপনার আলমারির অব্যবহৃত পোশাকটি চলে যাক তাদের কাছে, যাদের এখন সবচেয়ে বেশি দরকার। আমি দিচ্ছি আমার পোশাক, আর আপনি?’
চিত্রনায়ক শরিফুল রাজ বাংলাদেশের মানচিত্রের ছবি পোস্ট করে হৃদয় আকৃতি ও জাতীয় পতাকার ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘একসঙ্গে।’ মানচিত্রের মাঝে দুটি হাত একটি অপরটিকে শক্তভাবে ধরে আছে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের সকল কর্মীর বেতনের একদিনের অর্থ বন্যাকবলিত মানুষদের সহায়তায় দেওয়া হবে।
বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শুকনা খাবারসহ ত্রাণসামগ্রী নিয়ে গেছে মানুষ। এছাড়া নগদ টাকা জমা পড়েছে ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা।
ফ্যান জোন
বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে ফেনীতে তরুণ নির্মাতারা
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’— কালজয়ী গানের কথাগুলো যেন এখন বাস্তব। দেশের বিভিন্ন জেলার বানভাসি অসহায়দের তরে এগিয়ে এসেছেন সব শ্রেণিপেশার লোকজন। দুর্যোগ মোকাবিলায় যার যতটুকু সাধ্য আছে, দলমত নির্বিশেষে সবাই কিছু না কিছু অবদান রাখছেন। অনেকে ত্রাণ নিয়ে পৌঁছে দিচ্ছেন বন্যাদুর্গত এলাকায়। সেই দলে যোগ দিলেন বিনোদন অঙ্গনের তরুণ নির্মাতারা। তারা জোটবেঁধে ত্রাণ নিয়ে গেছেন ফেনীর দাগনভূঞায়।
বন্যার্তদের জন্য রাজধানী ঢাকার কাওরান বাজার থেকে ত্রাণসামগ্রী কিনেছেন নির্মাতারা। এরমধ্যে রয়েছে শুকনো খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি, আলু, তেল, চাল, ডাল, চিড়া, মুড়ি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। সেসব পিকআপ ভ্যানে করে বন্যাকবলিত এলাকায় নেওয়া হয়েছে।
ফেনীতে যাওয়া নির্মাতারা হলেন সকাল আহমেদ, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, ইমেল হক, তুহিন হোসেন, সেতু আরিফ, রাফাত মজুমদার রিংকু, সাজিন আহমেদ বাবু, রাসেল আহমেদ, বিশ্বজিৎ দত্ত ও মোহন আহমেদ।
জানা গেছে, নিজেদের ত্রাণসামগ্রীর একটি অংশ বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে হস্তান্তর করেছেন নির্মাতারা। বাকি সব বস্তা নিজেরাই বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিতরণ করছেন তারা।
ফ্যান জোন
জয়ার প্রার্থনা, ‘সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের চেষ্টা করি’
দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। দেশের এই সংকটকালে বন্যার্তদের পাশে এগিয়ে এসেছে অনেকে। বানভাসি মানুষের তরে এগিয়ে আসতে এবার আহ্বান জানালেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। যেকোনও সাহায্যের জন্য নিজেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
গতকাল (২৩ আগস্ট) সকালে সোশ্যাল মিডিয়ায় জয়া আহসান লিখেছেন, ‘কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পূর্ব দিক একেবারে ভাসিয়ে নিয়ে গেলো। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারী হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে।’
কোট সংস্কার আন্দোলনের পথ ধরে গণবিক্ষোভের প্রসঙ্গ টেনে জয়া মন্তব্য করেছেন, ‘মানুষ একত্র হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি। এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়, এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম, রিবিল্ড-রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন… আবার একত্র হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারবো।’
জয়া উল্লেখ করেছেন, ‘ঢাকা থেকে যেকোনও সাহায্যের জন্য আমি প্রস্তুত ,আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে এলে অনেক জান বেঁচে যাবে। প্রত্যেকটি প্রাণীর নিরাপত্তা আমাদের সবার নিশ্চিত করতেই হবে। আসুন সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের চেষ্টা করি।’
সবশেষে জয়া পরামর্শ দিয়েছেন, ‘আমাদের অনুদান যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছায় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ফেসবুক অ্যাকাউন্ট ও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্টের থ্রেডে কিছু সংস্থার লিংক শেয়ার করেছেন জয়া আহসান, যারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দিনরাত কাজ করছে।
ফ্যান জোন
তারকাদের আহ্বান, ‘বানভাসি মানুষের পাশে দাঁড়ান’
উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টির প্রভাবে বন্যায় দেশের অনেক জেলায় লাখ লাখ মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে। পানিতে ডুবে প্রাণহানি ঘটছে। বন্যা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকট। পানিবন্দি বন্যার্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসছেন অনেকে। বিনোদন অঙ্গনের তারকারা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন দরকারি তথ্য শেয়ার করছেন।
‘আসুন সকলে মিলে বন্যার্তদের পাশে দাঁড়াই’ বার্তা নিয়ে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের ব্যানারে একটি কার্ড তৈরি হয়েছে। অর্থতহবিল সংগ্রহের জন্য এতে উল্লেখ রয়েছে, ‘দেশের বন্যার্তদের অসহনীয় দুর্দশায় পাশে দাঁড়াই। বন্যাকবলিত মানুষের সাহায্যার্থে আমরা প্রত্যেকে নিজেদের সামর্থ্যের সবকিছু দিয়ে সাহায্য করি।’ অভিনেত্রী জয়া আহসান, জাকিয়া বারী মম, অভিনেতা চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের কার্ড নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ও ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন।
অভিনয় শিল্পী সংঘ ‘বানভাসি মানুষের পাশে দাঁড়ান’ বার্তা দিয়ে অর্থতহবিল সংগ্রহের জন্য একটি কার্ড তৈরি করেছে। এর মাধ্যমে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অভিনেতা চঞ্চল চৌধুরী, সাজু খাদেম এটি নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ও ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন।
বন্যাদুর্গতদের জন্য তিন দিন তহবিল সংগ্রহের ঘোষণা দিতে সংগীতশিল্পীদের ‘গেট আপ স্ট্যান্ড আপ’ ফেসবুজ পেজে ‘বন্যার্তদের পাশে দাঁড়াই’ বার্তাসংবলিত একটি কার্ড পোস্ট করা হয়েছে। এতে উল্লেখ রয়েছে, যত দ্রুত সম্ভব সাহায্য নিয়ে বন্যাকবলিত বিভিন্ন গ্রামে যাবেন সংশ্লিষ্টরা। গেট আপ স্ট্যান্ড আপের কার্ড ফেসবুকে পোস্ট করেছে ওয়ারফেজ, চিরকুট, আর্টসেল, শিরোনামহীন, নেমেসিস, সোনার বাংলা সার্কাসসহ বেশ কিছু ব্যান্ড।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস