Connect with us

গান বাজনা

আসিফ আকবরের ‘কষ্ট ভীষণ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘কষ্ট ভীষণ’ গানের ভিডিওতে আসিফ আকবর (ছবি: ডিএমএস)

ভালোবাসা দিবস উপলক্ষে নতুন একটি বিরহের গান গাইলেন আসিফ আকবর। এর শিরোনাম ‘কষ্ট ভীষণ’। গানে গানে কষ্টের কথা শোনাবেন তিনি। যাকে দেখলে হৃদয় হাসে, সেই মানুষ কাছে টেনে যত্ন করে যখন কাঁদিয়ে চলে যায় তখন আর জীবনে বসন্ত থাকে না। বুকের ভেতর বয়ে যায় বৈশাখী ঝড়। চেনা মানুষের অচেনা রূপ মেনে নেওয়া কতো কষ্টের, সেই বিষয় তুলে ধরা হয়েছে নতুন গানটিতে।

আহমেদ রিজভীর কাব্যমালায় গানটি সুর করেছেন আসিফ আকবরের অনেক জনপ্রিয় গানের সুরকার মনোয়ার হোসেন টুটুল। সংগীতায়োজনে পার্থ মজুমদার।

‘কষ্ট ভীষণ’ গানের ভিডিওতে আসিফ আকবরের সঙ্গে মৌরী মাহদী (ছবি: ডিএমএস)

‘কষ্ট ভীষণ’ গানের ভিডিওতে আসিফ আকবরের সঙ্গে মডেল হয়েছেন মৌরী মাহদী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামে এর শুটিং হয়েছে। এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

‘কষ্ট ভীষণ’ গানের ভিডিওতে আসিফ আকবর (ছবি: ডিএমএস)

নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “গানটিতে দর্শক-শ্রোতারা নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সঙ্গে পার্থ দা’র সংগীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার ও মৌরী’র রসায়ন তো আছেই। আশা করছি, ‘কষ্ট ভীষণ’ শ্রোতাদের ভ্যালেন্টাইন রাঙিয়ে তুলবে।”

আসিফ আকবরের সঙ্গে মৌরী মাহদী (ছবি: ডিএমএস)

ইউটিউবে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) অফিসিয়াল চ্যানেলে প্রকাশ হবে ‘কষ্ট ভীষণ’-এর ভিডিও। পাশাপাশি গানটি শোনা যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ