বলিউড
ইউক্রেনীয় শরণার্থীদের দেখে প্রিয়াঙ্কার কান্না

ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
দীর্ঘদিন ধরেই ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। যার ফলে প্রায় সময়ই নানা দেশের শরাণার্থীদের সঙ্গে সাক্ষাৎকার করেন বলিউডের এই অভিনেত্রী। সাবেক এই বিশ্বসুন্দরী এবার পোল্যান্ডে গিয়ে যুদ্ধবিধস্ত ইউক্রেনীয়ন শরণার্থীদের সঙ্গে দেখা করলেন।
এ বছরের শুরু থেকে এখনও রাশিয়া ও ইউক্রেনের পরিস্থিতি উত্তপ্ত। দুই দেশের এই যুদ্ধের ফলে সব থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে ইউক্রেন। এই যুদ্ধের বিরোধীতা করে সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্ট করেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার সেই ইউক্রেনীয়ন শরণার্থীদের সঙ্গে দেখা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পিসি।

ইউক্রেনের শরণার্থী বাচ্চাদের সঙ্গে খেলা করছেন প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে দেখা যাচ্ছে, ইউক্রেনীয়ন শরণার্থীদের সঙ্গে নানা বিষয়ে কথা বলছেন প্রিয়াঙ্কা। এমনকি সেখানে থাকা বাচ্চাদের সঙ্গেও সময় কাটিয়েছেন তিনি।
ভিডিওটির ক্যাপশনে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, “শরণার্থীরা অসহায়। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বিশ্ব নেতাদের কাছে আবদেন, সব ভেদাভেদ, সব রাজনীতি ভুলে এই সর্বহারা মানুষদের পাশে দাঁড়ান।”

ইউক্রেনের শরণার্থী বাচ্চাদের সঙ্গে খেলা করছেন প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
এই ভিডিওতে আরও লিখেছেন, “আমাদের সবারশরণার্থীদের পাশে দাঁড়ানো উচিত। যারা শরণার্থীদের হয়ে কাজ করছেন, তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা উচিত। আমাদের চুপ করে বসে থাকলে চলবে না।”
হলিউডের একাধিক প্রজেক্টে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার হাতে। ‘এন্ডিং থিংস’, ‘ইটস অল কামিং ব্যাক টু মি’-এর মতো প্রোজেক্ট রয়েছে সাবেক এই সুন্দরীর কাছে। রুশো ব্রাদার্সের সঙ্গে ওয়েব সিরিজ ছাড়াও কিয়ানু রিভসের ‘ম্যাট্রিক্স ফোর’-এও দেখা যাবে তাকে। এছাড়াও রয়েছে ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’ সিনেমাটি।

ইউক্রেনের শরণার্থী বাচ্চাদের সঙ্গে খেলা করছেন প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
