Connect with us

টেলিভিশন

ঈদে টেলিভিশন চ্যানেলে শাকিবের ‘তুফান’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তুফান’ সিনেমায় মিমি চক্রবর্তী ও শাকিব খান (ছবি: আলফা-আই স্টুডিওস)

দেশের বড় পর্দায় ঝড় তোলার পর দুই বাংলার ওটিটি প্ল্যাটফর্ম কাঁপিয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’। এবার টেলিভিশনের পর্দায় উপভোগ করা যাবে এটি। আসন্ন ঈদুল ফিতরে দীপ্ত টিভিতে রায়হান রাফী পরিচালিত এই সিনেমার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে।

‘তুফান’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওস লিমিটেড ও দীপ্ত টিভির মধ্যে চুক্তি হয়েছে। আজ (১১ ফেব্রুয়ারি) এতে সই করেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসনুভা আহমেদ টিনা ও আলফা আই স্টুডিওস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। ঢাকার তেজগাঁওয়ে দীপ্ত টিভির প্রধান কার্যালয়ে ছিলো এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির অনুষ্ঠান প্রধান এজাজ উদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. মোজাম্মেল হোসাইন, আলফা আই স্টুডিওসের ক্রিয়েটিভ ও কমিউনিকেশন ম্যানেজার কাশফি আহসান।

‘তুফান’ সিনেমার পোস্টারে মাসুমা রহমান নাবিলা, শাকিব খান, মিমি চক্রবর্তী ও চঞ্চল চৌধুরী (ছবি: আলফা-আই স্টুডিওস)

দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা বলেন, ‘দীপ্ত টিভি সবসময় দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে মানসম্পন্ন বিনোদনমূলক কনটেন্ট প্রচার করে থাকে। আগামী ঈদুল ফিতরে বিশেষ চমক হিসেবে থাকছে ‘তুফান’। আমাদের বিশ্বাস, সিনেমাটি টেলিভিশন দর্শকদের কাছেও উপভোগ্য হবে।”

আলফা আই স্টুডিওসের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “ঈদে টেলিভিশন দর্শকদের জন্য ‘তুফান’ হতে যাচ্ছে একটি বিশেষ উপহার। টেলিভিশন চ্যানেলের মাধ্যমে এই সিনেমা দেখে বিপুলসংখ্যক দর্শক এক অনন্য বিনোদনমূলক অভিজ্ঞতা পাবেন।”

‘তুফান’ সিনেমায় শাকিব খান (ছবি: চরকি)

২০২৪ সালের ১৭ জুন ঢাকাসহ সারাদেশের সিনেমাহলে মুক্তি পায় ‘তুফান’। এরপর ১৯ সেপ্টেম্বর থেকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে দেখা যাচ্ছে সিনেমাটি। এতে শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। তার সঙ্গে পর্দায় নেচে-গেয়ে ও অভিনয়ে দর্শকদের মন কেড়েছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘আয়নাবাজি’ মুক্তির আট বছর ‘তুফান’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন মাসুমা রহমান নাবিলা।

সিআইডি আকরাম চরিত্রে দর্শক মাতিয়েছেন চঞ্চল চৌধুরী। এছাড়া বিভিন্ন চরিত্রে পর্দায় এসেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, গাউসুল আলম শাওন, হাসনাত রিপন, মানব সাচদেব প্রমুখ।

‘তুফান’ সিনেমায় মাসুমা রহমান নাবিলা ও শাকিব খান (ছবি: চরকি)

‘তুফান’-এর চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। চিত্রগ্রহণে তাহসিন রহমান, শিল্প নির্দেশনায় শহীদুন নবী ও পোশাক পরিকল্পনায় ফারজানা সান। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওস লিমিটেড। এর ডিজিটাল পার্টনার চরকি এবং আন্তর্জাতিক পরিবেশব এসভিএফ।

‘তুফান’ সিনেমায় শাকিব খান ও মিমি চক্রবর্তী (ছবি: চরকি)

সিনেমাটিতে গান রয়েছে পাঁচটি। সবই দর্শক-শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। এরমধ্যে আকাশ সেনের কথা, সুর ও সংগীতে ‘দুষ্টু কোকিল’ ইউটিউবে ২০ কোটির বেশিবার দেখা হয়েছে। এটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও আকাশ। সিনেমাটির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আরিফ রহমান জয়। এতে র‍্যাপ করেছেন রাপাস্তা দাদু। এর কথা লিখেছেন তাহসান শুভ, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। আইটেম গান ‘লাগে উরাধুরা’ গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। এটি লিখেছেন শরিফ উদ্দিন ও রাসেল মাহমুদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজ্জাক দেওয়ান ও প্রীতম হাসান। ‘ফেঁসে যাই’ শিরোনামের গান গেয়েছেন হাবিব ওয়াহিদ। এর কথা লিখেছেন তন্ময় পারভেজ, সুর ও সংগীত পরিচালনায় আরাফাত মহসীন নিধি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ