শুভেচ্ছা
কলকাতায় প্রথমবার জয়ার জন্মদিন উদযাপন

জয়া আহসান (ছবি: ফেসবুক)
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ (১ জুলাই)। বিশেষ দিনটি পশ্চিমবঙ্গে কাটছে তার। এবারই প্রথম কলকাতায় জন্মদিন উদযাপন করছেন তিনি।
কলকাতায় অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারে ব্যস্ত জয়া। গতকাল (৩০ জুন) রাতে সিনেমাটির কলাকুশলীরা দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁয় তার জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেছে। এরমধ্যে ছিলো জয়ার পছন্দের চকোলেট কেক ও নলেন গুড়ের পায়েস। অভিনেত্রী সোনালি গুপ্ত বসু নিজের হাতে জয়াকে কেক খাইয়ে দিয়েছেন। ‘ডিয়ার মা’ সিনেমায় জয়ার মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

জয়া আহসান (ছবি: ফেসবুক)
এবারের জন্মদিনে মায়ের সঙ্গে সামনাসামনি দেখা হচ্ছে না জয়ার। তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘মা আমার জন্মদিনে লুকিয়ে লুকিয়ে অনেক কিছুই আয়োজন করেন। কিন্তু শেষ পর্যন্ত কিছুই লুকিয়ে রাখতে পারেন না! এবার মাকে খুব মিস করবো। তবে কলকাতায় জন্মদিন উদযাপনের ঘটনা আমার সারা জীবন মনে থাকবে।’
আগামী ১৮ জুলাই ভারতে মুক্তি পাবে ‘ডিয়ার মা’। এর ট্যাগলাইন রাখা হয়েছে, রক্তের সম্পর্ক না ভালোবাসার টান? এতে জয়ার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা চন্দন রায় সান্যাল। এছাড়া বিভিন্ন চরিত্রে আছে শাশ্বত চট্টোপাধ্যায়, পদ্মপ্রিয়া, অনুভা ফতেপুরিয়া, ধৃতিমান চট্টোপাধ্যায়, শায়ান মুন্সি, বিশ্বজিৎ চক্রবর্তী, সুশ্নাত ভট্টাচার্য, অহনা, নান্দিকা দাসসহ অনেকে।

জয়া আহসান (ছবি: ফেসবুক)
সিনেমাটির গল্প লিখেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী ও শাক্যজিৎ ভট্টাচার্য। ঝিমলি নামের একটি মেয়ের ৫ ও ১২ বছর বয়সের ঘটনাই এর মূল উপজীব্য। প্রযোজনায় ফ্লায়িং কালারস পিকচার্স, এবিপি ক্রিয়েশন্স, অপাস কমিউনিকেশন্স, এইস অব স্পেডস এন্টারটেইনমেন্ট।
‘ডিয়ার মা’-এর মাধ্যমে ১০ বছর পর আবার বাংলা সিনেমা পরিচালনা করলেন ৫৯ বছর বয়সী অনিরুদ্ধ রায় চৌধুরী। সর্বশেষ ২০১৪ সালে বাংলা ভাষায় ‘বুনোহাঁস’ (দেব, শ্রাবন্তী) বানিয়েছিলেন তিনি। অমিতাভ বচ্চন অভিনীত ‘পিঙ্ক’-এর এই পরিচালকের নতুন কাজ নিয়ে কৌতূহলী অনেকে। এর আগে তার পরিচালনায় ‘কড়ক সিং’-এ দেখা গেছে জয়াকে। এটাই ছিলো তার প্রথম হিন্দি সিনেমা। ‘কড়ক সিং’ মুক্তি পায় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে।

জয়া আহসান (ছবি: ফেসবুক)
এদিকে কলকাতায় কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং চলছে। জন্মদিনটি এই সিনেমার শুটিং করেই কাটবে জয়ার। ২০২৩ সালের ২ জুন মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল এটি। এতে মেঘনা চরিত্রে আবার দেখা যাবে জয়াকে। সে সুমনের বর্তমান স্ত্রী। শুভ্রা চরিত্রে পশ্চিমবঙ্গের অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও সুমন চরিত্রে থাকছেন অভিনেতা কৌশিক সেন। আগের সিনেমায় শুভ্রা ও মেঘনার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন গল্প।

সায়রা আলী চরিত্রের লুকে জয়া আহসান (ছবি: আলফা-আই)
এবারের ঈদুল আজহায় দেশে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ নিয়ে দারুণ সাড়া পেয়েছেন জয়া আহসান। দুটোই দারুণ ব্যবসা করেছে। রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় টিভি সাংবাদিক সায়রা চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন জয়া। অন্যদিকে তানিম নূর পরিচালিত ‘উৎসব’-এ এক ভূতের ভূমিকায় তার অভিনয় সবার মন কেড়েছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস