Connect with us

বলিউড

‘কাঁটা লাগা’য় শেফালি কীভাবে সুযোগ পেলেন, পারিশ্রমিক দিয়েছিলো কত

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শেফালি জরিওয়ালা (ছবি: ইনস্টাগ্রাম)

একসময় ঘরে-বাইরে ও রাস্তাঘাটে দিনেরাতে সর্বত্র বাজতো ‘কাঁটা লাগা’ গান। গ্রামে কিংবা শহরের দর্শকদের মধ্যে এর মিউজিক ভিডিও নিয়ে হইচই পড়ে যায়। এতে ঝলমলে পোশাকে শেফালি জরিওয়ালার নাচে সবার চোখ আটকে ছিলো। সেই এক গানের সুবাদে রাতারাতি তারকা বনে যান তিনি। ২৩ বছর পেরিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ‘কাঁটা লাগা গার্ল’ নামেই তাকে মনে রেখেছে দর্শক-শ্রোতারা। মাত্র ৪২ বছরে পরলোকে পাড়ি জমিয়েছেন তিনি।

‘কাঁটা লাগা’র মিউজিক ভিডিওতে শেফালি জরিওয়ালা (ছবি: টি-সিরিজ)

যে গানের ভিডিও জীবন বদলে দিয়েছিলো, সেই ‘কাঁটা লাগা’য় কীভাবে সুযোগ পেলেন শেফালি জরিওয়ালা? তার উচ্চশিক্ষিত পরিবারের কেউই শোবিজের সঙ্গে যুক্ত ছিলেন না। তাদের কাছে পড়াশোনাই ছিল মুখ্য। লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশনের ঝলমলে দুনিয়া নিয়ে আগ্রহ ছিলো না শেফালিরও। তিনি তখন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। একদিন বন্ধুদের সঙ্গে কলেজের বাইরে ঘুরছিলেন। হঠাৎ তাকে ডাকেন ‘কাঁটা লাগা’ মিউজ়িক ভিডিওর পরিচালক জুটি রাধিকা রাও ও বিনয় সাপ্রু। তারা অনেকক্ষণ লক্ষ্য করছিলেন তাকে। তিনি সামনে গিয়ে দাঁড়াতেই রাধিকা মডেল হওয়ার প্রস্তাব দেন। মূলত হাতখরচ জোগাড় করতে বাড়ির কাউকে না জানিয়েই মিউজ়িক ভিডিওটিতে কাজ করতে সম্মতি জানান তিনি। তার ভাবনায় ছিলো না, এটি রাতারাতি আলোড়ন সৃষ্টি করবে! ‘কাঁটা লাগা’ মুক্তির পর তার জীবন বদলে গেছে। সেই অভাবনীয় সাফল্য তাকে শোবিজ থেকে অন্য কোনো দিকে তাকাতে দেয়নি।

১৯৭২ সালে ‘সমাধি’ সিনেমায় রাহুল দেব বর্মণের সুরে লতা মঙ্গেশকরের গাওয়া ‘কাঁটা লাগা’ গানটি ২০০২ সালে রিমিক্স করেন ডিজে ডল। এর মিউজিক ভিডিওতে নেচে নজর কাড়েন শেফালি জরিওয়ালা। তখন তার বয়স ছিলো ২০ বছর। গানটিতে মডেল হওয়ার জন্য তাকে সম্মানী দেওয়া হয় ৭ হাজার ভারতীয় রুপি। ‘কাঁটা লাগা’ গানের ওপর ভর করে তিনি এরপর ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তবে বারুদের মতো জ্বলে উঠলেও তারাবাতির মতো ম্রিয়মান হয়ে গেছে তার পরের কাজগুলো।

শেফালি জরিওয়ালা (ছবি: ইনস্টাগ্রাম)

২০০৪ সালে বলিউডের ‘মুঝসে শাদি কারোগি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শেফালির। এতে স্বল্প উপস্থিতির একটি চরিত্রে অভিনয় করেন তিনি। ২০১১ সালে কান্নাডা ভাষার সিনেমা ‘হুডুগারু’র একটি আইটেম গানে নাচতে দেখা গেছে তাকে।

গত ২৭ জুন রাতে মারা যান শেফালি জরিওয়ালা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তবুও তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। কিন্তু চিকিৎসকেরা এই তারকাকে মৃত ঘোষণা করেন।

ব্যক্তিজীবনে ২০০২ সালে ভারতীয় সংগীতশিল্পী হারমিত সিংকে বিয়ে করেন তিনি। তবে সেই দাম্পত্য জীবন সুখের হয়নি। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ তোলেন তিনি। এরপর তার বিয়েবিচ্ছেদ হয়।

শেফালি জরিওয়ালা (ছবি: ইনস্টাগ্রাম)

নাচের প্রতিযোগিতামূলক টিভি অনুষ্ঠান ‘নাচ বালিয়ে’র পঞ্চম মৌসুমে (২০১২-২০১৩) ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে অংশগ্রহণ করেন শেফালি জরিওয়ালা। ২০১৪ সালে বিয়ে করেন তারা। ‘নাচ বালিয়ে’র সপ্তম মৌসুমে (২০১৫-২০১৬) তারা আবার অংশ নেন।

‘বিগ বস ১৩’ রিয়েলিটি শোতে (২০১৯-২০২০) প্রতিযোগী ছিলেন শেফালি। সেই আসরের বিজয়ী সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি সর্বশেষ একটি পোস্ট করেন। ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সিদ্ধার্থ। ‘বিগ বস’-এর ঘরে তার ও শেফালির সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছড়িয়েছিলো।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ