ফিল্ম ফেস্টিভ্যাল
কান উৎসবে জানভি কাপুরের সিনেমা, আঁ সাঁর্তে রিগায় আর কারা

‘হোমবাউন্ড’ সিনেমায় জানভি কাপুর (ছবি: ধর্মা প্রোডাকশন্স)
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আসরে আঁ সাঁর্তে রিগা শাখায় নির্বাচিত হয়েছে বলিউড অভিনেত্রী জানভি কাপুরের ‘হোমবাউন্ড’। এতে তার দুই সহশিল্পী ঈশান খাট্টার ও বিশাল জেটোয়া। এটি প্রযোজনা করেছেন করণ জোহর ও পরিচালনা করেছেন নীরাজ গাইওয়ান।
গত ১০ এপ্রিল ফ্রান্সের রাজধানী প্যারিসে সংবাদ সম্মেলনে অফিসিয়াল সিলেকশন ঘোষণা করেন কান ফিল্ম ফেস্টিভ্যালের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমোঁ। তার পাশে ছিলেন উৎসবটির সভাপতি ইরিস নোব্লোক। এবারের আসরে আঁ সাঁর্তে রিগা শাখায় নির্বাচিত হয়েছে মোট ১৬টি সিনেমা। তবে অফিসিয়াল সিলেকশনে আরো কয়েকটি সিনেমা যুক্ত হবে বলে জানিয়ে রেখেছে আয়োজকরা।

(বাঁ থেকে) নীরাজ গাইওয়ান, ‘হোমবাউন্ড’ সিনেমার দৃশ্যে বিশাল জেটোয়া ও ঈশান খাট্টার (ছবি: ধর্মা প্রোডাকশন্স)
দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে আগামী ১৩ মে শুরু হবে এবারের উৎসব। এর পরদিন কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে রয়েছে আঁ সাঁর্তে রিগার উদ্বোধনী অনুষ্ঠান।
১২ দিনের কান উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। এর আগের দিন (২৩ মে) আঁ সাঁর্তে রিগার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।

‘এলিনা দ্য গ্রেট’ সিনেমায় জুন স্কুইব (ছবি: সনি পিকচার্স ক্ল্যাসিকস)
আঁ সাঁর্তে রিগা শাখায় নির্বাচিত ১৬টি সিনেমা
- এলিনা দ্য গ্রেট (স্কারলেট জোহানসন, যুক্তরাষ্ট্র; প্রথম সিনেমা)
- দ্য প্লেগ (চার্লি পলিঙ্গার, যুক্তরাষ্ট্র; প্রথম সিনেমা)
- আর্কিন (হ্যারিস ডিকিনসন, যুক্তরাজ্য; প্রথম সিনেমা)
- পিলিয়ন (হ্যারি লাইটন, যুক্তরাজ্য; প্রথম সিনেমা)
- দ্য আননোন অব দ্য গ্র্যান্ড আর্ক (স্তিফান দেম্যুসতিয়ের, ফ্রান্স)
- মিটিয়োর্স (উবের শারুয়েল, ফ্রান্স)
- হোমবাউন্ড (নীরাজ গাইওয়ান, ভারত)
- অ্যা পেল ভিউ অব হিলস (কেই ইশিকাওয়া, জাপান)
- আয়শা কান্ট ফ্লাই অ্যাওয়ে (মোরাদ মোস্তফা, মিসর; প্রথম সিনেমা)
- ওয়ান্স আপন অ্যা টাইম ইন গাজা (আরব ও টারজান নাসের, ফিলিস্তিন)
- প্রমিসড স্কাই (এরিশ সেহিরি, তিউনিসিয়া)
- দ্য লাস্ট ওয়ান ফর দ্য রোড (ফ্রান্সেসকো সোসাই, ইতালি)
- হেডস অর টেইলস? (মাত্তেও জপিস, আলেসিয়ো রিগো দে রিগি, ইতালি/যুক্তরাষ্ট্র)
- মাই ফাদার’স শ্যাডো (আকিনোলা ডেভিস জুনিয়র, নাইজেরিয়া; প্রথম সিনেমা)
- কারাভান (জুজানা কার্শনেরোভা, চেক প্রজাতন্ত্র; প্রথম সিনেমা)
- দ্য মিস্টেরিয়াস গেজ অব দ্য ফ্লামিঙ্গো (দিয়েগো পেসপেদেস, চিলি; প্রথম সিনেমা)
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস