Connect with us

হলিউড

ক্যান্সারে প্রাণ হারালেন এমি অ্যাওয়ার্ড জয়ী এই অভিনেত্রী

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কার্স্টি অ্যালি

আশি ও নব্বই দশকের জনপ্রিয় কমেডি টিভি সিরিজ ‘চিয়ারস’ খ্যাত অভিনেত্রী কার্স্টি অ্যালি আর নেই। ক্যান্সারে প্রাণ হারিয়েছেন তিনি। তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর।

তবে কী ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, পরিবার থেকে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। কিছুদিন আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। সোমবার (৫ ডিসেম্বর) ফ্লোরিডার মোফিট ক্যান্সার সেন্টারে মারা গেছেন তিনি।

কার্স্টি অ্যালি

২০০৫ সালের জানুয়ারিতে কার্স্টি অ্যালি (ছবি: টুইটার)

হলিউড তারকা জন ট্রাভোল্টার সঙ্গে ‘লুক হুজ টকিং’ (১৯৮৯) অভিনয় করেন কার্স্টি অ্যালি। পরে এর দুই সিক্যুয়েল ‘লুক হুজ টকিং টু’ (১৯৯০) এবং ‘লুক হুজ টকিং নাউ’ (১৯৯৩) সিনেমায় দেখা গেছে তাদের।

 

View this post on Instagram

 

A post shared by John Travolta (@johntravolta)

কার্স্টি অ্যালির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে জন ট্রাভোল্টা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কার্স্টির সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিলো। তোমাকে ভালোবাসি কার্স্টি।

কার্স্টি অ্যালি

‘চিয়ারস’ সিরিজে সহশিল্পীদের মাঝে কার্স্টি অ্যালি (ছবি: টুইটার)

এনবিসি নেটওয়ার্কের ‘চিয়ারস’ সিরিজে বোস্টনের একটি পানশালার ম্যানেজার রেবেকা চরিত্রে ১৯৮৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত অভিনয় করেন কার্স্টি অ্যালি। এতে নৈপুণ্যের জন্য ১৯৯১ সালে এমি ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জেতেন। ১৯৯৪ সালে “ডেভিড’স মাদার” নামের একটি টিভি মুভির জন্য দ্বিতীয়বার সেরা অভিনেত্রী হিসেবে এমি অ্যাওয়ার্ড পান তিনি।

কার্স্টি অ্যালি

২০১০ সালের মার্চে কার্স্টি অ্যালি (ছবি: টুইটার)

১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত “ভেরোনিকা’স ক্লোজেট” সিটকমে অভিনয় করে গোল্ডেন গ্লোব ও এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পান কার্স্টি অ্যালি। একসময় নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’ ও গানের রিয়েলিটি শো ‘দ্য মাস্কড সিঙ্গার’-এর প্রতিযোগী ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ক্যানস্যাস রাজ্যের উইচিটায় ১৯৫১ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন কার্স্টি অ্যালি। কার্স্টি অ্যালির বিখ্যাত আরো দুটি সিনেমা হলো ‘স্টার ট্রেক টু: দ্য রেথ অব খান’ (১৯৮২), ‘ড্রপ ডেড গর্জিয়াস’ (১৯৯৯)।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ