Connect with us

ছবি ও কথা

ভেনিস উৎসব ২০২৪: ছবিতে ছবিতে উদ্বোধনী আয়োজন

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বিশ্বের সবচেয়ে প্রাচীন উৎসব ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ৮১তম আসর শুরু হলো। গতকাল (২৮ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ইতালির ভেনিস লিদোতে পালাৎসো দেল সিনেমার সালা গ্র্যান্দে থিয়েটারে এর পর্দা উঠেছে। ছবিতে ছবিতে দেখে নিন উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত।

শুরুতে ‘আমানদোতি’ শিরোনামের একটি গান গেয়ে শোনান ইতালিয়ান গায়িকা ক্লারা সোচিনি।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ইতালিয়ান অভিনেত্রী এজভেভা আলভিতি।

সঞ্চালক এজভেভা আলভিতি বলেন, ‘এই বিশাল, চমৎকার মুভি থিয়েটারে দর্শক, লেখক ও সমালোচক সবাই মিলে আসুন, ১১টি অবিস্মরণীয় দিনের অভিজ্ঞতার জন্য প্রস্তুত হই!’

৪০ বছর বয়সী এই তারকা বলেন, ‘সিনেমার চোখ দিয়ে আমরা বিশ্বকে নতুনভাবে দেখি। এখানকার মতোই এরকম একটি ঘরে আমরা আবিষ্কারের জন্য অ্যাডভেঞ্চারে রওনা দেই। এসব আসনে যতবারই আমরা বসি, আমাদের ভেতরে ও বাইরে যেকোনো কিছু ঘটতে পারে।’

‘এলিয়েন’ খ্যাত তিনবার অস্কার মনোনীত আমেরিকান অভিনেত্রী সিগোর্নি উইভারের ক্যারিয়ারের অর্জন ও অবদানের কথা তুলে ধরেন ফরাসি কমেডিয়ান-অভিনেত্রী ক্যামিল কোতাঁ।

ক্যামিল কোতাঁ বলেন, ‘নারীদের নিয়ে গতানুগতিক নেতিবাচক ধ্যান-ধারণাকে পেছনে ফেলে এগিয়ে গেছেন সিগোর্নি। কেবল পুরুষদের কাছে ছিলো এমন জায়গা নিজের করে নিয়েছেন তিনি।’

আজীবন সম্মাননা হিসেবে স্বর্ণসিংহ পাওয়ায় সিগোর্নি উইভারকে ভিডিও বার্তায় অভিনন্দন জানান আমেরিকান পরিচালক জেমস ক্যামেরন। তিনি বলেন, ‘৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে স্মরণীয় অনেক অভিনয় নৈপুণ্য দেখিয়েছেন সিগোর্নি। তিনি আমার বন্ধু। প্রতিটি কাজে তার সৃজনশীলতা ও আবেগ থাকে সেসব দেখতে উন্মুখ হয়ে থাকি। আপনার সঙ্গে আবার প্যান্ডোরার জগতে কাজ করতে মুখিয়ে আছি।’

সিগোর্নি উইভারের হাতে সম্মানসূচক স্বর্ণসিংহ তুলে দেন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের সভাপতি পিয়েত্রাঞ্জেলো বুত্তাফুয়োকো।

স্বর্ণসিংহ পাওয়ার অনুভূতিতে ৭৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘এই তারার মেলায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ এবং এখানকার গর্ব গোল্ডেন লায়ন সম্মান পেয়ে আমি সত্যিই ধন্য। আমি অনেক স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজ করতে পেরেছি। আমরা একসঙ্গে যেসব কাজ করতে পেরেছি সেজন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। এগুলো বেশ রোমাঞ্চকর যাত্রা ছিলো।’

সাম্প্রতিক সময়ে প্রয়াত ফরাসি অভিনেতা আলাঁ দ্যুলো, আমেরিকান অভিনেত্রী জিনা রোল্যান্ডস ও ইতালিয়ান মঞ্চ অভিনেতা রবার্তো হেরিলিৎজকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে উৎসব আয়োজকরা।

এবারের আসরে মূল প্রতিযোগিতা শাখার প্রধান বিচারক ফরাসি অভিনেত্রী ইজাবেল উপার।

৭১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সবাইকে শুভসন্ধ্যা। এখানে আসতে পারা অনেক সম্মানের, এক অপরিসীম আনন্দের। ভাবছিলাম আজ রাতে কোন ভাষায় কথা বলবো। তখন মনে হলো, সর্বজনীন একটি ভাষা আছে, যা চিরকাল প্রাণবন্ত থাকার মতো। তা হলো সিনেমার ভাষা।’

সালা গ্র্যান্দে থিয়েটারে ইজাবেল উপারের কথা শুনছেন অতিথিরা।

ইজাবেল উপার ও এজভেভা আলভিতি বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে ৮১তম ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন ঘোষণা করছি!’

সিনেমাওয়ালা প্রচ্ছদ