Connect with us

ঢালিউড

ছোট পর্দার আরেক পরিচালকের সিনেমায় শাকিব

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

নতুন সিনেমায় যুক্ত হলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে এর নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি হবে আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রথম সিনেমা। তিনি এক যুগের বেশি সময় ধরে ছোট পর্দায় অনেক নাটক-টেলিফিল্ম নির্মাণ করে হাত পাকিয়েছেন। আগামী অক্টোবরে বড় পর্দার জন্য প্রথমবার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। 

গত ১ জুলাই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। এটি প্রযোজনা করছেন ক্রিয়েটিভ ল্যান্ডের শিরিন সুলতানা। এর আগে শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করেন শাকিব। এটি পরিচালনা করেন ছোট পর্দার নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

আবু হায়াত মাহমুদ, শাকিব খান ও শিরিন সুলতানা (ছবি: ক্রিয়েটিভ ল্যান্ড)

শাকিব ও প্রযোজক শিরিন ‍সুলতানার সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে আবু হায়াত মাহমুদ লিখেছেন, ‘বিশাল এক যাত্রা শুরু হলো। মেগাস্টার শাকিব খানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলাম। আমরা শিগগিরই সবার কাছাকাছি বড় পর্দায় আসছি।’

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

অ্যাকশন ধাঁচের সিনেমাটির জন্য শাকিবের নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ তৈরিতে কাজ করেছেন মেজবাহ উদ্দীন সুমন, মোহাম্মদ নাজিমউদ্দিন ও আবু হায়াত মাহমুদ। সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা হয়েছে।

২০২৪ সালের মার্চ মাসে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ নামের একটি সিনেমা পরিচালনার ঘোষণা দেন আবু হায়াত মাহমুদ। তবে শাকিবের সিনেমাটির সঙ্গে ঘোষিত সিনেমার কোনো সম্পর্ক নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরিচালক।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ