Connect with us

ছবি ও কথা

জন্মাষ্টমীতে রাধার সাজে তামান্না

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

অভিনেত্রী তামান্না ভাটিয়া ভক্তদের অবাক করে দিলেন! জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু দেবী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা রাধা সেজেছেন তিনি। একটি পোশাক ব্র্যান্ডের প্রচারের স্বার্থে তার এই অবয়ব। রাধার বেশে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়িকা। এগুলোতে প্যাস্টেল থিমের লেহেঙ্গা ও রঙিন শাড়িতে ফুটে উঠেছে তার নির্মল সৌন্দর্য।

নতুন ফটোশুটের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তামান্না। তিনি মনে করেন, এখন পর্যন্ত এটাই তার স্মরণীয় বিজ্ঞাপনি প্রচারমূলক কাজ।

তামান্নার শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, বন ও সবুজের পটভূমিতে বৃন্দাবনের গোপিকাদের সঙ্গে রাধা ও ভগবান শ্রীকৃষ্ণের মনোহর মুহূর্তগুলো পরিবেশন করা হয়েছে।

৩৪ বছর বয়সী এই তারকা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘নিঃসন্দেহে এটি আমার ১৮ বছরের ক্যারিয়ারে সেরা বিজ্ঞাপনি কাজ। আমিসহ সংশ্লিষ্ট সবাই পুরোটা সময় প্রশান্তি ও আরাধনার মধ্যে ছিলাম। তীব্র গরম সত্ত্বেও প্রতিটি শুট ভালোবাসা ও যত্নে পরিপূর্ণ ছিল।’

তামান্না ইনস্টাগ্রামে অনুভূতি জানাতে যোগ করেছেন, ‘রাধাকে মূর্ত করার সময় অতীন্দ্রিয় সংযোগ অনুভব করেছি। তখন মনে হয়েছে, এর পেছনে একটি ঐশ্বরিক শক্তি আছে। ছবিগুলোতে সেই ঐশ্বর্য স্পষ্ট হয়ে উঠেছে। ভালোবাসার প্রতিটি পর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রচারমূলক কাজে।’

এদিকে ‘স্ত্রী টু’র আইটেম গান ‘আজ কি রাত’-এর তালে নেচে প্রশংসা কুড়িয়েছেন তামান্না। সবুজ পোশাকে তার রূপে মুগ্ধ হয়েছেন দর্শকরা। সিনেমাটির অভাবনীয় ব্যবসায়িক সাফল্যের পেছনে এই নাচ-গানের বড় ভূমিকা আছে বলে মনে করা হচ্ছে।

গত ১৫ আগস্ট ‘স্ত্রী টু’র পাশাপাশি বড় পর্দায় মুক্তি পেয়েছে তামান্না ভাটিয়া অভিনীত ‘বেদা’। এতে তার সহশিল্পী জন আব্রাহাম ও শর্বরী বাগ।

তামান্নার হাতে এখন আছে তেলুগু ভাষার সুপারন্যাচারাল থ্রিলার সিনেমা ‘ওদেলা টু’, ওয়েব সিরিজ ডেয়ারিং পার্টনারস’।

ছবি ও কথা

টরন্টোতে মসলিন শাড়িতে ‘সাবা’র ওয়ার্ল্ড প্রিমিয়ারে মেহজাবীন

কানাডায় ৪৯তম টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো। স্কটিয়াব্যাংকে বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। ছবিতে দেখুন উৎসবে তার কিছু মুহূর্ত।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মেহজাবীন চৌধুরী।

‘সাবা’ পরিচালক মাকসুদ হোসেনের প্রথম সিনেমা। টরন্টোতে ওয়ার্ল্ড প্রিমিয়ারে দর্শকদের প্রশ্নের উত্তর দেন তিনি। মঞ্চে তখন পাশে ছিলেন মেহজাবীন ও অভিনেতা মোস্তফা মন্ওয়ার।

টরন্টো উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে ‘সাবা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটির সহ-প্রযোজক তিনি।

অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী নাওমি ওয়াটসের সঙ্গে মোস্তফা মন্ওয়ার, মেহজাবীন চৌধুরী ও মাকসুদ হোসেন।

টরন্টোর স্কটিয়াব্যাংকে আজ (৯ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে এবং ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ‘সাবা’র আরো দুটি প্রদর্শনী হবে।

টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মসলিন শাড়িতে নজর কেড়েছেন মেহজাবীন।

‘সাবা’ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটি ও মুভেবলফেস্ট প্রতিবেদন প্রকাশ করেছে। এগুলোতে মেহজাবীনের প্রশংসা করা হয়েছে।

টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এবারই প্রথম অংশ নিচ্ছেন মেহজাবীন।

পড়া চালিয়ে যান

ছবি ও কথা

ছবিতে ছবিতে ভেনিস উৎসবের গোল্ডেন লায়ন ও অন্য বিজয়ীরা

৮১তম ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা নামলো। এবারের আসরে গোল্ডেন লায়ন জিতেছে পেদ্রো আলমোদোভার পরিচালিত ‘দ্য রুম নেক্সট ডোর’। এটি ইংরেজি ভাষায় এই স্প্যানিশ নির্মাতার প্রথম সিনেমা। গতকাল (৭ সেপ্টেম্বর) ইতালির ভেনিস লিদো শহরে উৎসবের মূলকেন্দ্র পালাৎসো দেল সিনেমার সালা গ্র্যান্দেতে বিজয়ী তালিকা ঘোষণা করা হয়। ছবিতে দেখে নিন সমাপনী আয়োজন। 

বিনোদন ডেস্ক

Published

on

সমাপনী আয়োজন সঞ্চালনা করেছেন ইতালিয়ান অভিনেত্রী এজভেভা আলভিতি।

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের সভাপতি পিয়েত্রাঞ্জেলো বুত্তাফুয়োকো শুভেচ্ছা বক্তব্য রেখেছেন। মঞ্চে মূল প্রতিযোগিতা শাখার বিচারকরা।

মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের প্রধান ফরাসি অভিনেত্রী ইজাবেল উপের ও স্বর্ণসিংহ জয়ী স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার।

‘দ্য রুম নেক্সট ডোর’ সিনেমার সুবাদে স্বর্ণসিংহ জিতেছেন স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার।

‘দ্য কোয়ায়েট সান’ সিনেমার সুবাদে সেরা অভিনেতা হিসেবে ভলপি কাপ জয়ী ফ্রান্সের ভাঁসো লাঁদো।

অস্ট্রেলিয়ান-আমেরিকান তারকা নিকোল কিডম্যানের পক্ষে সেরা অভিনেত্রী ভলপি কাপ গ্রহণ করেন ‘বেবিগার্ল’ সিনেমার ডাচ পরিচালক হালিনা রাইন।

গ্র্যান্ড জুরি প্রাইজ হিসেবে সিলভার লায়ন জয়ী ইতালির ‘ভেরমিলিয়ো’ সিনেমার পরিচালক মাউরা দেলপেরো।

‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য সেরা পরিচালক পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের ব্র্যাডি কোর্বেট।

স্পেশাল জুরি প্রাইজ জয়ী ‘এপ্রিল’ সিনেমার পরিচালক ডেয়া কলামবেগাশভিলি।

‘আই অ্যাম স্টিল হিয়ার’ সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার পুরস্কার জিতেছেন ব্রাজিলের মুরিলো হাউজার এবং এইতর লরেগা।

‘অ্যান্ড দেয়ার চিলড্রেন আফটার দেম’ সিনেমার সুবাদে সেরা নবীন অভিনয়শিল্পী হিসেবে মার্সেলো মাস্ত্রোইয়ান্নি অ্যাওয়ার্ড জিতেছেন ফ্রান্সের পল কারচার।

পড়া চালিয়ে যান

ছবি ও কথা

ভেনিসের ‘বেবিগার্ল’ নিকোল কিডম্যান

অস্ট্রেলিয়ান-আমেরিকান তারকা নিকোল কিডম্যানের নতুন সিনেমা ‘বেবিগার্ল’ ৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের মন জয় করেছে। গতকাল (৩০ আগস্ট) ইতালির ভেনিস লিদোতে পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্দে থিয়েটারে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। ছবিতে ছবিতে দেখুন ভেনিসে নিকোল কিডম্যানের বিভিন্ন মুহূর্ত।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় নিকোল কিডম্যান।

‘বেবিগার্ল’-এ নিউইয়র্কের একটি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা রোমি চরিত্রে অভিনয় করেছেন নিকোল কিডম্যান। ব্যক্তিজীবনে স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনে সন্তুষ্ট নন তিনি। অফিসের নতুন শিক্ষানবিশ স্যামুয়েলের সঙ্গে গোপনে সম্পর্ক গড়ে ওঠে তার।

৫৭ বছর বয়সী এই তারকার উপস্থিতিতে আলোয় ভরে ওঠে উৎসব।

উৎসবে সিনেমাটির প্রদর্শনী শেষে দর্শকরা সাড়ে ৬ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন। তখন পরিচালক হালিনা রাইনকে জড়িয়ে ধরেন নিকোল কিডম্যান। ‘বেবিগার্ল’ সিনেমায় স্যামুয়েল চরিত্রে হ্যারি ডিকিনসন এবং রোমির স্বামীর চরিত্রে অভিনয় করেছেন স্প্যানিশ তারকা আন্তোনিও বান্দেরাস। এছাড়া আছেন সোফি ওয়াইল্ড, এস্টার ম্যাকগ্রেগর।

‘বেবিগার্ল’ গতানুগতিক আর্ট-হাউস চলচ্চিত্র নয়। অসম বয়সী উদ্দাম প্রেমের গল্প নিয়ে এটি পরিচালনা করেছেন হালিনা রাইন। এতে নারীদের আকাঙ্ক্ষা ও অস্তিত্বের সংকটের পাশাপাশি তরুণ ও বয়স্কদের মধ্যে যৌনতাকে দেখার গভীর পার্থক্য তুলে ধরা হয়েছে।

ভেনিসের ফটোকলে নিকোল কিডম্যান।

(বাঁ থেকে) হ্যারি ডিকিনসন, নিকোল কিডম্যান, হালিনা রাইন, সোফি ওয়াইল্ড, স্প্যানিশ তারকা আন্তোনিও বান্দেরাস এবং প্রযোজক ডেভিড হিনোহোজা।

ভেনিস উৎসবে নিকোল কিডম্যানের উষ্ণ প্রেমের সিনেমা আগেও নির্বাচিত হয়েছে। ১৯৯৯ সালে স্ট্যানলি কুবরিক পরিচালিত ‘আইস ওয়াইড শাট’ ছিল উৎসবটির উদ্বোধনী সিনেমা। এতে টম ক্রুজের সঙ্গে বেশকিছু যৌন দৃশ্যে দেখা গেছে তাকে। ২০০৪ সালে নিকোল কিডম্যান অভিনীত ‘বার্থ’ ভেনিসে বিতর্কের জন্ম দেয়। কারণ জোনাথন গ্লেজারের পরিচালনায় এর একটি দৃশ্যে ১০ বছর বয়সী সহশিল্পী ক্যামেরন ব্রাইটের সঙ্গে স্নান করতে দেখা যায় নিকোল কিডম্যানকে।

আবার বড় পর্দার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ব্যাপারে নার্ভাস ছিলেন নিকোল কিডম্যান। ভেনিসে সংবাদ সম্মেলনে ৫৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘নতুন সিনেমাটির প্রতি দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে আমি খুব উদ্বিগ্ন। নিজেকে উন্মুক্ত ও অরক্ষিত মনে হচ্ছে।’

ভেনিসের সংবাদ সম্মেলনে নিকোল কিডম্যান।

এবারের আসরের অফিসিয়াল পোস্টারের সামনে নিকোল কিডম্যান।

২০০২ সালে ‘দ্য আওয়ার্স’ ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন নিকোল কিডম্যান। ‘বেবিগার্ল’ তাকে আবার অস্কারে মনোনয়ন এনে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরের ২৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ১ ঘণ্টা ৫৪ মিনিট দৈর্ঘ্যের ‘বেবিগার্ল’। তার আগে টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এর উত্তর আমেরিকান প্রিমিয়ার হবে। পরিবেশনায় এ২৪।

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ