ওয়ার্ল্ড সিনেমা
জয়া আহসানের ‘ভূতপরী’ আইএফএফআই উৎসবে

‘ভূতপরী’র দৃশ্যে জয়া আহসান (ছবি: সুরিন্দর ফিল্মস)
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৫তম আসরে মনোনীত হলো দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের ‘ভূতপরী’। উৎসবের ইন্ডিয়ান প্যানোরামা (সেরা পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র) শাখায় থাকছে এর প্রদর্শনী।
আয়োজকরা গতকাল (২৬ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়েছেন, এবারের আসরে ইন্ডিয়ান প্যানারামা শাখায় জায়গা করে নিয়েছে ২৫টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এরমধ্যে ‘ভূতপরী’র সঙ্গে আছে আরো দুটি বাংলা সিনেমা। এগুলো হলো নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘আমার বস’ (রাখি গুলজার) ও সৌরভ পালোধীর ‘অংক কী কঠিন’।
আগামী ২০ নভেম্বর ভারতের গোয়া রাজ্যে শুরু হবে ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। উৎসবের পর্দা নামবে ২৮ নভেম্বর।
সুরিন্দর ফিল্মস প্রযোজিত ও সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’ ভৌতিক ঘরানার সিনেমা। এর গল্পে দেখা যায়, ১৯৪৭ সালে একটি মেয়ের মৃত্যু হয়েছে। ২০১৯ সালে সেই নারীর অতৃপ্ত আত্মার সঙ্গে পরিচয় হয় এক শিশুর। শিশুর হাত ধরে মেয়েটি তার মৃত্যুর কারণ অনুসন্ধান করে। একসময় অতৃপ্ত আত্মা আবিষ্কার করে, তার মৃত্যু অস্বাভাবিক ছিলো। সে জানতে পারে, তাকে খুন করা হয়েছিলো।
ভূতপরী চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সহশিল্পীরা হলেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি, বিশান্তক মুখার্জি প্রমুখ। গত ৯ ফেব্রুয়ারি এটি পশ্চিমবঙ্গে মুক্তি পায়।

‘কড়ক সিং’ সিনেমার গল্প আর্থিক অপরাধ বিভাগের কর্মকর্তা এ কে শ্রীবাস্তবকে (পঙ্কজ ত্রিপাঠি) কেন্দ্র করে। স্মৃতিশক্তি লোপ পাওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে একটি চিট-ফান্ড কেলেঙ্কারি মামলার জট খোলার চেষ্টা করেন তিনি। এ কে শ্রীবাস্তব কি শেষ পর্যন্ত সমাধান বের করতে পারবেন? সেই সঙ্গে প্রশ্ন হলো, কেন তাকে কড়ক সিং বলা হয়? এসবের উত্তর মিলবে সিনেমাটি দেখলে।
ইফির গত আসরে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও বলিউডে নিজের অভিনীত তিনটি সিনেমা নিয়ে উৎসবে যোগ দেন জয়া। এগুলো হলো বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’, হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ ও বাংলা সিনেমা ‘অর্ধাঙ্গিনী’।
এদিকে ‘ভূতপরী’র পর সৌকর্য ঘোষালের পরিচালনায় ‘ওসিডি’ ও ‘কালান্তর’ নামের দুটি সিনেমায় অভিনয় করেছেন জয়া। এগুলো মুক্তির অপেক্ষায় আছে। ২০২২ সালে ২৮তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ভারতীয় ভাষার সিনেমা শাখায় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় ‘ওসিডি’।

জয়া আহসান (ছবি: টুইটার)
বাংলাদেশে জয়া অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হলো আকরাম খান পরিচালিত ‘নকশীকাঁথার জমিন’, পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’।
আশফাক নিপুনের ‘জিম্মি’র মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে দেখা যাবে জয়াকে। এতে একজন সরকারি নিম্নপদস্থ কর্মচারীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। ১০ বছর ধরে কোনো পদোন্নতি হয় না তার। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। হঠাৎ পাওয়া টাকা নিয়ে শুরু হয় টানাপড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে সরকারি নিম্নপদস্থ কর্মচারী। শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ওয়েব সিরিজটি মুক্তি পাবে হইচইয়ে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস