হলিউড
জাতিসংঘের শরণার্থী দূতের পদ ছাড়লেন জোলি

অ্যাঞ্জেলিনা জোলি (ছবি: ইনস্টাগ্রাম)
অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূতের পদ থেকে সরে দাঁড়ালেন। ২০ বছরেরও বেশি সময় ধরে এই দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
জোলির কথায়, ‘জাতিসংঘের অনেক কার্যক্রমে আমার বিশ্বাস আছে। বিশেষ করে জরুরি ত্রাণের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রাখে তারা।’

অ্যাঞ্জেলিনা জোলি (ছবি: ইনস্টাগ্রাম)
ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে অ্যাঞ্জেলিনা জোলি আরো বলেন, ‘২০ বছরেরও বেশি সময় পর আজ জাতিসংঘের শরণার্থী সংস্থায় আমার দায়িত্ব থেকে সরে যাচ্ছি। সারাবিশ্বের শরণার্থীদের আমি সম্মানের চোখে দেখি এবং আমার বাকি জীবন তাদের পক্ষে কাজ করার জন্য নিবেদিত থাকবো।’

অ্যাঞ্জেলিনা জোলি (ছবি: ইনস্টাগ্রাম)
৪৭ বছর বয়সী আমেরিকান এই তারকা যোগ করেন, ‘এখন থেকে আমি এমন সংস্থাগুলোর সঙ্গে কাজ করবো যাদের নেতৃত্বে আছে সংঘাতের কারণে ক্ষতিগ্রস্তরা। এর মাধ্যমে তাদের পক্ষে সোচ্চার হবো।’

অ্যাঞ্জেলিনা জোলি (ছবি: ইনস্টাগ্রাম)
তবে কোন কোন সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি জোলি। তবে ইউএনএইচসিআর এক বিবৃতিতে উল্লেখ করেছে, অ্যাঞ্জেলিনা জোলি মানবাধিকার ইস্যুতে আরো বিস্তৃত পরিসরের কাজে নিযুক্ত হবেন।
ইউএনএইচসিআর বলেছে, শরণার্থী অধিকারের পক্ষে কথা বলা সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলি অন্যতম। তাদের বিবৃতিতে, ‘অ্যাঞ্জেলিনা জোলি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জাতিসংঘের দূত হিসেবে ৬০টিরও বেশি ফিল্ড মিশন পরিচালনা করেছেন। শরণার্থীদের দুঃখ-কষ্টের কথা জানার পাশাপাশি তাদের আশা ও প্রাণোচ্ছলতা ঘুরে দেখেছেন।’

অ্যাঞ্জেলিনা জোলি (ছবি: ইনস্টাগ্রাম)
২০০১ সালে ইউএনএইচসিআর-এর সঙ্গে যুক্ত হন অ্যাঞ্জেলিনা জোলি। ২০১২ সালে এই সংস্থার বিশেষ দূত হন তিনি। সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, ইয়েমেন ও বুরকিনা ফাসোতে গৃহহীন মানুষের সঙ্গে দেখা করেছেন।

অ্যাঞ্জেলিনা জোলি (ছবি: ইনস্টাগ্রাম)
অ্যাঞ্জেলিনা জোলির ক্যারিয়ারে আছে ব্লকবাস্টার সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ও ‘লারা ক্রফট: টম্ব রেইডার’। সবশেষ মারভেল স্টুডিওসের ‘এটারনালস’ সিনেমায় তাকে দেখা গেছে। তার হাতে এখন আছে অ্যানিমেটেড সিনেমা ‘কুংফু পান্ডা ফোর’।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
