টেলিভিশন
ডিরেক্টরস গিল্ডের নির্বাচন ২২ ফেব্রুয়ারি, কোন পদে কে প্রার্থী

সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম (ছবি: ফেসবুক)
টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য নির্মিত নাটকের পরিচালকদের মধ্যে এখন বইছে নির্বাচনি হাওয়া। তাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের ২০২৫-২০২৭ মেয়াদে নির্বাচন হবে আগামী ২২ ফেব্রুয়ারি। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ইতোমধ্যে প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। প্রার্থীরা সবাই ভোট পেতে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে লড়াই করবেন শহীদুজ্জামান সেলিম ও সালাহউদ্দিন লাভলু। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন ফরিদুল হাসান, মোহন আহমেদ ও সৈয়দ শাকিল। তাদের মধ্যে একজন সাধারণ সম্পাদক হবেন।
সহ-সভাপতি পদে লড়বেন ফিরোজ খান, মো. আসাদুজ্জামান (মনন আসাদ), রফিকউল্লাহ সেলিম, রাকেশ বসু, রাশেদা আক্তার লাজুক ও সকাল আহমেদ। তাদের মধ্যে নির্বাচিত হবেন তিনজন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদ রয়েছে দুটি। এতে প্রার্থী হয়েছেন তুহিন হোসেন, দীন মোহাম্মদ মন্টু, মো. কামরুল হাসান ফুয়াদ ও মো. শামসুর রহমান মজুমদার (এস আর মজুমদার)।

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের নির্বাচনের প্রার্থী তালিকা
অর্থ সম্পাদক পদের জন্য লড়াই করবেন আবু রায়হান জুয়েল ও ইমরাউল হুদা রাফাত। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হয়েছেন কাজী মো. খলিলুর রহমান নয়ন, দেবব্রত রনি ও মো. মনিরুজ্জামান লিপন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দাঁড়িয়েছেন মো. নাজমুল হুদা রনি ও সহিদ-উন-নবী। প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক পদে লড়বেন গাজী আপেল মাহমুদ ও শুভ্র খান। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হয়েছেন মো. আনিসুল হক ইমেল (ইমেল হক) ও সঞ্জয় বড়ুয়া। আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক পদে লড়বেন তারিক মুহাম্মদ হাসান ও প্রীতি দত্ত। দপ্তর সম্পাদক পদে দাঁড়িয়েছেন গোলাম মুক্তাদির ও সাঈদ রহমান (মো. সাঈদুর রহমান আরিফ)। এসব পদে একজন করে নির্বাচিত হবেন।
কার্যনির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হবেন ৭ জন। এজন্য পদপ্রার্থী হয়েছেন গীতালি হাসান, চয়নিকা চৌধুরী, জিয়াউদ্দিন আলম, জীবন শাহাদৎ, মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ, মাহমুদ হাসান রানা, মো. ফয়জুল কবীর রথী, মো. সিরাজুল ইসলাম শুভ্র (শুভ্র আহমেদ), লিটু করিম, শিহাব শাহীন, সম্রাট নাসির (মুহাম্মদ নাসির উদ্দিন), সাগর জাহান, সোহেল হাসান ও হাসান রেজাউল।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন নরেশ ভূঁইয়া। এছাড়া নির্বাচন কমিশনার পদে থাকছেন মাসুম রেজা ও আব্দুস সামাদ খোকন।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস