গান বাজনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব মাতাবেন জেমস

ফারুক মাহফুজ আনাম জেমস (ছবি: ফেসবুক)
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে তিন দিনের ‘তারুণ্যের উৎসব’। আজ (১৩ ফেব্রুয়ারি) এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন নগরবাউল জেমস। এছাড়া থাকছে আর্টসেল ব্যান্ডের পরিবেশনা।
কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। শুরুতে সংগীত পরিবেশন করবে আর্টসেল। রাত ৮টা ৩০ মিনিটের সময় মঞ্চে ওঠার কথা রয়েছে জেমসের। তার পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে উৎসবটি। পুরো কনসার্ট টিকিট ছাড়াই উপভোগ করা যাবে। অর্থাৎ এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

ফারুক মাহফুজ আনাম জেমস (ছবি: ফেসবুক)
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করেছে ‘তারুণ্যের উৎসব’। গত ১১ ফেব্রুয়ারি উৎসবের প্রথম দিন সংগীত পরিবেশন করে নকশীকাঁথা ব্যান্ড। গতকাল (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দলের গান, নাচ ও আবৃত্তি, চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা, লালনগীতি, হাসন রাজার গান ও চন্দনা মজুমদারের কণ্ঠে লোকগান।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস