Connect with us

ছবিঘর

তাহসানের সঙ্গে বেড়াতে এবার কোথায় গেলেন রোজা

সংগীতশিল্পী-অভিনেতা তাহসান রহমান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ বিয়ের পর মালদ্বীপে মধুচন্দ্রিমা উদযাপন করছেন। এবার যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় ব্ল্যাকওয়াটার ফলস স্টেট পার্কে মনোরম পরিবেশে ঘুরে বেড়ালেন এই দম্পতি। বিখ্যাত ঝরনা পেছনে রেখে তারা একাধিক সেলফি তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় সেগুলো শেয়ার করেছেন রোজা।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তাহসানের সঙ্গে তোলা ছবি পোস্ট করে রোজা আহমেদ লিখেছেন, ‘একটি প্রশান্তিময় অবকাশযাপন। এ যেন স্বর্গের একঝলক।’ সাদা রঙের হৃদয় আকৃতির ও রাজহংসীর একটি করে ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

তাহসানের সঙ্গে তোলা এই ছবি নিজের ফেসবুক পেজের প্রোফাইলে যুক্ত করেছেন রোজা আহমেদ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটি দারুণ মিশ্রণ: ভালোবাসা, কফি ও প্রকৃতি।’

গত ৪ জানুয়ারি বিয়েবন্ধনে বাঁধা পড়ার খবর নিশ্চিত করেন তাহসান। সেদিন বিয়ের সাজে রোজা আহমেদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় রোজা আহমেদ লিখেছেন, ‘আমি এমন একজনকে পেয়েছি যিনি মায়াময়। তিনি চিরকালের জন্য বিশ্বাস, মর্যাদা ও বন্ধুত্ব চেয়েছিলেন। আমি তাকে অনন্তকালের জন্য এগুলো ও একটি ঘর দেওয়ার প্রতিজ্ঞা করেছি। সবকিছুর জন্য শুকরিয়া।’

দীর্ঘদিন ধরে তাহসানের ব্যক্তিজীবন নিয়ে জল্পনা চলছিলো। তিনি কাকে বিয়ে করেন সেই কৌতূহলের কমতি ছিলো না বিনোদন অঙ্গনে। অবশেষে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুনভাবে জীবন শুরু করলেন এই তারকা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ