ওটিটি
তিন রকম বাংলা ভয়ের স্বাদ নিয়ে আসছেন মোশাররফ

‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে মোশাররফ করিম (ছবি: চরকি)
ক্যারিয়ারে প্রথমবার অ্যান্থলজি (সাহিত্য সংকলন) সিরিজে কাজ করলেন অভিনেতা মোশাররফ করিম। এর নাম রাখা হয়েছে ‘আধুনিক বাংলা হোটেল’। এতে তিনটি পৃথক গল্পে তিন আঙ্গিকে দেখা যাবে তাকে।
নামেেই বোঝা যাচ্ছে, খাবারের সঙ্গে রয়েছে গল্পের যোগাযোগ। দেশি খাবারের সঙ্গে পরিমাণমতো ভূত নিয়ে আসছেন মোশাররফ করিম! তিন সপ্তাহে তিন পর্বে দর্শকদের জন্য থাকছে তিন রকম বাংলা ভয়ের স্বাদ!

‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে মোশাররফ করিম (ছবি: চরকি)
শরীফুল হাসানের ছোটগল্প থেকে ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজের চিত্রনাট্য সাজিয়েছেন ও পরিচালনা করেছেন কাজী আসাদ। তিনি জানান, ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে দর্শক নানান ঘরানার স্বাদ পাবেন। গল্পে সাইকোলজিক্যাল হরর, ফ্যান্টাসি, থ্রিলার ও মিথোলজির মিশ্রণ রয়েছে।

‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে মোশাররফ করিম (ছবি: চরকি)
হ্যালোইন উপলক্ষে মুক্তি পাচ্ছে সিরিজটি। আগামী ৩০ অক্টোবর রাত ১২টা থেকে দেখা যাবে এর প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’। ‘খাবার’ নামের ছোটগল্প অবলম্বনে এটি তৈরি হয়েছে। ‘খাসির পায়া’ ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছে একই নামের পর্ব। ‘নো এক্সিট’ গল্প থেকে নির্মিত হয়েছে ’হাঁসের সালুন’।

‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজের পোস্টারে মোশাররফ করিম (ছবি: চরকি)
‘আধুনিক বাংলা হোটেল’-এর মাধ্যমে প্রথমবার ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিরিজে অভিনয় করলেন মোশাররফ করিম। এর আগে তিনি চরকির ‘দাগ’ ওয়েব ফিল্মে অভিনয় করেন।
মোশাররফ করিম জানান, খাবারের নাম দিয়ে যে এমন সব গল্প হতে পারে সেটি ভাবতেই পারেননি! তার দাবি, দর্শকরা সিরিজটি দেখে বিস্মিত হবেন। তিনি বলেন, ‘নতুন ওয়েব সিরিজে আমার অভিনীত তিন চরিত্রে দেখা-অদেখার মিশ্রণ আছে। চরিত্রগুলোর কিছু বৈশিষ্ট্য আমাদের আশেপাশের মানুষের মধ্যে পাওয়া যায়। আবার কিছু বৈশিষ্ট অদেখা। কিছু বিষয় আছে বাইরে থেকে বোঝা যায়। কিন্তু তার মনের মধ্যে যা চলছে, সেটি বোঝার উপায় থাকে না। এক্ষেত্রে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে। এমন সব অভিব্যক্তি তুলে ধরতে হয়েছে এই সিরিজে। এসব ক্ষেত্রে নিজের অনুভূতি ও চিন্তা কাজে লাগিয়েছি। আর কিছু পর্যবেক্ষণ তো থাকেই।’

‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে মোশাররফ করিম (ছবি: চরকি)
গত ৯ জুলাই ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে চুক্তিবদ্ধ হন মোশাররফ করিম। দুই মাস বিভিন্ন লোকেশন এর শুটিং হয়েছে। নির্মাতা জানান, ‘হাঁসের সালুন’ পর্বের শুটিং হয়েছে বরিশালে। তখন টানা তিন রাত শুটিং করতে হয়েছে। মোশাররফ করিম সারারাত শুটিং করে সকালে কয়েক ঘণ্টা ঘুমিয়ে আবার শুটিং করেছেন। ’খাসির পায়া’র বেলায় একই চিত্র দেখা গেছে। এই গল্পের প্রায় সব দৃশ্যই রাতে।

‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই (ছবি: চরকি)
সিরিজটির বিভিন্ন পর্বে আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, রোবেনা রেজা জুঁই, নিদ্রা নেহাসহ অনেকে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস