Connect with us

ওটিটি

দীঘির সিনেমাটি বড় পর্দার পর আসছে ওটিটিতে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘৩৬-২৪-৩৬’ সিনেমায় প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: চরকি)

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির ‘৩৬-২৪-৩৬’ গত ৮ নভেম্বর দেশের বিভিন্ন সিনেমাহলের বড় পর্দায় মুক্তি পেয়েছে। এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে রোমান্টিক-কমেডি সিনেমাটি। ফলে ঘরে বসেই পরিবার, বন্ধু-স্বজন মিলে উপভোগ করা যাবে এই হাসি-কান্না ও মজার গল্প। 

আগামী ২৮ নভেম্বর রাত ১২টায় চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ‘৩৬-২৪-৩৬’। এর গল্পে দেখা যায়, সায়রা মেধাবী ও সফল ওয়েডিং প্ল্যানার। কিন্তু অতিরিক্ত ওজনের কারণে তাকে অবহেলার দৃষ্টিতে দেখেন অনেকে। গল্পটি যৌথভাবে লিখেছেন রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নান।

‘৩৬-২৪-৩৬’ সিনেমার পোস্টারে কারিনা কায়সার, প্রার্থনা ফারদিন দীঘি ও সৈয়দ জামান শাওন (ছবি: চরকি)

সিনেমাহলে ‘৩৬-২৪-৩৬’ দেখে দর্শকরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। সবার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে। প্রিয়ন্তী চরিত্রে প্রার্থনা ফারদিন দীঘি ও তাহসির চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন। তাহসিরের বন্ধুর ভূমিকায় আবু হুরায়রা তানভীরের অভিনয় হাস্যরস তৈরি করেছে। গোলাম কিবরিয়া তানভীরকে দেখা গেছে ফটোগ্রাফার হিসেবে।

‘৩৬–২৪–৩৬’ সিনেমায় কারিনা কায়সার (ছবি: চরকি)

‘৩৬-২৪-৩৬’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া কারিনা কায়সার আলাদাভাবে দর্শকদের চোখে পড়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার অভিনয় দর্শকদের ভালো লেগেছে জেনে খুবই আনন্দ হচ্ছে। এমন ভালোবাসা ও সমর্থনের জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ।’

‘৩৬-২৪-৩৬’ সিনেমার অভিনয়শিল্পীরা (ছবি: চরকি)

এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীনসহ অনেকে। কয়েকটি দৃশ্যে অভিনয় করেছেন কারিনা কায়সারের বাবা-মা।

‘৩৬-২৪-৩৬’ সিনেমায় প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: চরকি)

‘৩৬-২৪-৩৬’ পরিচালনা করেছেন রেজাউর রহমান। এর আগে চরকিতে মুক্তিপ্রাপ্ত ‘ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ নির্মাণ করেছেন তিনি। তার কথায়, “সিনেমাহলে দর্শকদের প্রতিক্রিয়া ও হাততালি দেখে আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছি। যে কথাটা সিনেমার মাধ্যমে বলতে চেয়েছি, আমার বিশ্বাস সেটি দর্শকদের কাছে পৌঁছেছে। ‘৩৬-২৪-৩৬’ এবার ওটিটিতে আসছে। আশা করছি, এর মাধ্যমে আরো অনেক দর্শকের কাছে সিনেমাটি পৌঁছাবে।”

‘৩৬-২৪-৩৬’ সিনেমায় প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: চরকি)

চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের পঞ্চম ফিল্ম ‘৩৬-২৪-৩৬’। এর আগে একই প্রকল্পের আওতায় মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘মনোগামী’, শিহাব শাহীনের ’কাছের মানুষ দূরে থুইয়া’ এবং রবিউল আলম রবির ‘ফরগেট মি নট’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ