Connect with us

টেলিভিশন

নাঈম-নাদিয়াকে নিয়ে ভালোবাসার ‘পাঁচফোড়ন’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘পাঁচফোড়ন’ অনুষ্ঠানে এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ (ছবি: ফাগুন অডিও ভিশন)

তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ এবার পর্দায় স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘পাঁচফোড়ন’ ম্যাগাজিন অনুষ্ঠান দম্পতি হিসেবে উপস্থাপনা করেছেন তারা। এর রকমারি আয়োজন উপস্থাপন করা হয়েছে নাটকীয়ভাবে ভিন্ন আঙ্গিকে।

ভালোবাসা দিবসে অনেক দম্পতি কিংবা কপোত-কপোতী বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তবে অনুষ্ঠানে দেখা যাবে, নাঈম-নাদিয়া দম্পতি ভালোবাসার দিনটি কাটাবেন নিজেদের ঘরে। তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ফাঁকে ফাঁকে থাকছে গান, নাটক ও বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিবেদন।

‘পাঁচফোড়ন’ অনুষ্ঠানে আঁখি আলমগীর (ছবি: ফাগুন অডিও ভিশন)

এবারের ‘পাঁচফোড়ন অনুষ্ঠানে মূল গান রয়েছে দুটি। গীতিকবি কবির বকুলের কথায় ফাল্গুনের রঙ ছড়ানো ভালোবাসার গান গেয়েছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

একটি দ্বৈত গান গেয়েছেন কমল ও তানজিনা রুমা। এর কথা লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান পলাশ, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। এছাড়া রয়েছে ভালোবাসার ওপর একটি মিউজিক্যাল পুঁথি। এতে অংশ নিয়েছেন প্রায় অর্ধশত শিল্পী।

‘পাঁচফোড়ন’ অনুষ্ঠানে এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ (ছবি: ফাগুন অডিও ভিশন)

পেশায় চিকিৎসক ডা. এম এ মান্নানের পাখিপ্রেম ও যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের ‘রস কাকা’ নামে পরিচিত কাজী মাওলানা ফারুক হোসেনের ওপর রয়েছে পৃথক দুটি প্রতিবেদন। এছাড়া থাকছে ভালোবাসার ওপর বিভিন্ন আঙ্গিকে মজাদার কিছু নাট্যাংশ।

এটিএন বাংলায় আগামী ১৩ ফেব্রুয়ারি রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ভালোবাসার ‘পাঁচফোড়ন’। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

‘ভালোবাসার কিচেন’ অনুষ্ঠানে এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ (ছবি: মাছরাঙা টেলিভিশন)

এদিকে ‘ভালোবাসার কিচেন’ নামের একটি অনুষ্ঠান একসঙ্গে সঞ্চালনা করেছেন এফ এস নাঈম ও নাদিয়া দম্পতি। এতে তারকা দম্পতিরা সংসারজীবন নিয়ে আড্ডার ফাঁকে ফাঁকে রান্না করবেন মজার মজার রেসিপি। অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী-মডেল মাসুমা রহমান নাবিলা ও তার স্বামী জোবায়দুল হক রিম, অভিনেত্রী শারমীন জোহা শশী ও তার স্বামী খালিদ হোসেন অভি, ফাতেমা তুজ জোহরা ও তার স্বামী সৌমিক আহমেদ, নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজুর নুর ইমরান দম্পতি, শিয়ানা শাহবা ও তার স্বামী সৌভিক আহমেদ, নির্মাতা অনম বিশ্বাস ও তার স্ত্রী কায়নাত আহমেদ, অভিনেত্রী সালহা খানম নাদিয়া ও তার স্বামী সালমান আরাফাত। মাছরাঙা টেলিভিশনে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে সাতদিন অনুষ্ঠানটি প্রচার হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। প্রযোজনায় জেড আই ফয়সাল।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিনেমাওয়ালা প্রচ্ছদ