ওয়ার্ল্ড সিনেমা
ঝড় তুললো ‘দেভারা’, নায়িকার চেয়ে ১২ গুণ বেশি পারিশ্রমিক নায়কের

‘দেবারা: পার্ট ওয়ান’ সিনেমায় জুনিয়র এনটিআর ও জানভি কাপুর (ছবি: যুবাসুধা আর্টস)
তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআরের (নন্দমুরি তারকা রামা রাও জুনিয়র) নতুন সিনেমা ‘দেভারা: পার্ট ওয়ান’ বক্স অফিসে গর্জন তুলেছে। মুক্তির প্রথম দিনেই পুরো বাজেটের এক-তৃতীয়াংশ ঘরে এনেছে করাতলা সিভা পরিচালিত সিনেমাটি।
‘দেভারা’ নির্মাণে মোট খরচ হয়েছে ৩০০ কোটি রুপি। বক্স অফিসে মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি ব্যবসা করেছে এই সিনেমা। গত দুই দিনে ভারত ও অন্যান্য দেশে টিকিট বিক্রি থেকে এসেছে ২৪৩ কোটি রুপি।

‘দেবারা: পার্ট ওয়ান’ সিনেমায় জুনিয়র এনটিআর ও জানভি কাপুর (ছবি: যুবাসুধা আর্টস)
দক্ষিণের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরের পাশাপাশি ‘দেভারা’য় অভিনয় করেছেন বলিউড তারকারা। তাদের মধ্যে তেলুগু সিনেমায় প্রথমবার পা রাখলেন সাইফ আলি খান ও জানভি কাপুর।

‘দেবারা: পার্ট ওয়ান’ সিনেমায় জুনিয়র এনটিআর (ছবি: যুবাসুধা আর্টস)
এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ মুক্তির দুই বছর পর বড় পর্দায় ফিরলেন জুনিয়র এনটিআর। সেই সিনেমায় অভিনয় করে ৪৫ কোটি রুপি পেয়েছিলেন তিনি। ‘দেভারা’র জন্য তার অ্যাকাউন্টে এসেছে ৬০ কোটি রুপি।

‘দেবারা: পার্ট ওয়ান’ সিনেমায় জুনিয়র এনটিআর ও জানভি কাপুর (ছবি: যুবাসুধা আর্টস)
জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধেছেন জানভি। শোনা যাচ্ছে, সিনেমাটির জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন পাঁচ কোটি রুপি। অর্থাৎ নায়িকার চেয়ে ১২ গুণ বেশি পারিশ্রমিক পেয়েছেন নায়ক।

‘দেবারা: পার্ট ওয়ান’ সিনেমায় সাইফ আলি খান ও জুনিয়র এনটিআর (ছবি: যুবাসুধা আর্টস)
জানভির চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক ১০ কোটি রুপি পেয়েছেন সাইফ আলি খান। ‘দেভারা’য় নেতিবাচক চরিত্রে দেখা গেছে তাকে।
পার্শ্বচরিত্রে অভিনয় করে দক্ষিণী তারকা প্রকাশ রাজ দেড় কোটি রুপি ও মুরলী শর্মা ৪০ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন।

‘দেবারা: পার্ট ওয়ান’ সিনেমায় জুনিয়র এনটিআর (ছবি: যুবাসুধা আর্টস)
গত ২৭ সেপ্টেম্বর সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘দেভারা: পার্ট ওয়ান’। গল্পের প্রয়োজনে পানির নিচে ও ভিজে শুটিং করতে হয়েছে ৩৫ দিন। ১৫০টি পানির ট্যাংক স্থাপন করা হয়। তেলুগু ভাষার সিনেমাটির দ্বিতীয় পর্ব আসবে ২০২৬ সালে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
