Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

নার্স চরিত্রে অভিনয় করে অস্কার জেতা সেই অভিনেত্রী কানের প্রধান বিচারক

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

জুলিয়েট বিনোশ (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

কান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বিশ্বজুড়ে ফের মাতামাতি শুরু হতে যাচ্ছে। এবার থাকছে ৭৮তম আসর। এতে মূল প্রতিযোগিতা শাখার জুরি সভাপতি হয়েছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। তার নেতৃত্বে দায়িত্ব পালন করবে বিচারকদের একটি প্যানেল।

গতকাল (৪ ফেব্রুয়ারি) উৎসব আয়োজকরা প্রধান বিচারক হিসেবে জুলিয়েট বিনোশের নাম ঘোষণা করেছে। গত বছর জুরি সভাপতির দায়িত্ব পালন করেন ‘বার্বি’ সিনেমার পরিচালক গ্রেটা গারউইগ। তার স্থলাভিষিক্ত হলেন জুলিয়েট বিনোশ।

জুলিয়েট বিনোশ (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

৪০ বছর আগে প্রথমবার কান ফিল্মে ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন জুলিয়েট বিনোশ। ১৯৮৫ সালে উৎসবের মূল প্রতিযোগিতায় থাকা অঁন্দ্রে তেশিনে পরিচালিত ‘রদেভ্যুঁ’ ছিল তার প্রথম মূল চরিত্র। চার দশক পেরিয়ে প্রধান বিচারক হওয়ার অনুভূতিতে তিনি বলেন, ‘১৯৮৫ সালে প্রথমবার আর দশজন অল্পবয়সী অভিনেত্রীর মতোই উৎসাহ-উদ্দীপনা ও কিছুটা অনিশ্চয়তা নিয়ে উৎসবটির সিঁড়ি বেয়ে উঠেছিলাম। কখনও ভাবিনি ঠিক ৪০ বছর পর জুরি প্রেসিডেন্টের সম্মানজনক দায়িত্ব পাবো। এই সুযোগ ও দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞ।’

জুলিয়েট বিনোশ (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা উঠবে আগামী ১৩ মে। ভূমধ্যসাগরের তীরে দক্ষিণ ফরাসি উপকূলে এই আয়োজন চলবে ২৪ মে পর্যন্ত।

১৯৯৬ সালে ব্রিটিশ পরিচালক অ্যান্টনি মিঙ্গেলার ‘দ্য ইংলিশ প্যাশেন্ট’ সিনেমায় একজন নার্সের চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় অস্কার জিতেছেন জুলিয়েট বিনোশ। তার ঝুলিতে ইউরোপের তিন বৃহৎ উৎসব কান, ভেনিস ও বার্লিনে অভিনয়ের পুরস্কার রয়েছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ