গান বাজনা
নিজের সিনেমার গান লিখলেন, সুর করলেন ও গাইলেন মোশাররফ করিম

মোশাররফ করিম (ছবি: ফেসবুক)
অভিনেতা মোশাররফ করিমের গানের গলা বেশ ভালো। তার এই প্রতিভা এবার সিনেমায় কাজে লাগানো হলো। ‘বিলডাকিনি’ সিনেমায় প্রথমবার প্লেব্যাক করলেন তিনি। শুধু গাওয়া নয়, ‘ভালো ভালো লাগে না’ শিরোনামের গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মোশাররফ নিজেই। পর্দায় তিনি নিজেই এতে ঠোঁট মিলিয়েছেন।
গানের কথাগুলো এমন– ‘যা দেখি তার সবই ভালো/ ভালো, ভালো লাগে না/ ভালো কেনো এতো ভালো তাই/ কিছু ভালো লাগে না।’ এর সংগীত পরিচালনা করেছেন আশরাফ বাবু। ইউটিউবে জি সিরিজ মুভি সংস চ্যানেলে প্রকাশিত হয়েছে এটি।

মোশাররফ করিম (ছবি: ফেসবুক)
জানা গেছে, ‘ভালো ভালো লাগে না’ গানটি মোশাররফ করিমের অনেক আগের লেখা। মাঝে মধ্যে বিভিন্ন আড্ডায় এটি গেয়ে শুনিয়েছেন তিনি। ‘বিলডাকিনি’র প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিলো। পরিচালক ফজলুল কবীর তুহিনের মনে হলো, ‘ভালো ভালো লাগে না’ গানটি দারুণ মানিয়ে যাবে এই দৃশ্যে। মোশাররফ করিমের কণ্ঠেই তিনি এটি ব্যবহার করতে চেয়েছেন সিনেমায়।

‘বিলডাকিনি’ সিনেমার পোস্টারে মোশাররফ করিম ও পার্নো মিত্র (ছবি: ডাটা সলিউশন)
গত ১০ জানুয়ারি ‘বিলডাকিনি’র পোস্টার উন্মোচন করা হয়। এতে মোশাররফ করিমের পাশাপাশি দেখা গেছে ওপার বাংলার অভিনেত্রী পার্নো মিত্রকে। তারাই এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন। কথাসাহিত্যিক নুরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন। তিনি বলেন, ‘একজন নারী ও তার মাতৃত্বের স্বাধীনতার প্রশ্নে লড়াইয়ের গল্প দেখা যাবে এই সিনেমায়। দর্শকরা চিরায়ত বাংলার রূপ পাবেন এতে। একইসঙ্গে মানুষের চিরায়ত দুঃখ তুলে ধরা হয়েছে, যেখানে মানুষের অভ্যন্তরীণ যন্ত্রণার সঙ্গে তাদের আত্মবিশ্বাস ও ভালোবাসার অনুপ্রেরণা মিশে আছে।”
‘বিলডাকিনি’তে বাউলের সন্তান মানিক মাঝির ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। পার্নোর চরিত্রের নাম হানুফা। পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই অভিনেত্রী এর আগে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ সিনেমার মাধ্যমে বাংলাদেশে প্রথমবার কাজ করেন।

‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিম ও পার্নো মিত্র (ছবি: ডাটা সলিউশন)
তিন বছর আগে ‘বিলডাকিনি’র শুটিং শুরু হয়। ২০২৪ সালের শুরুতে সেন্সর বোর্ডের সনদ পায় এটি। এর গল্পে দেখা যাবে, খুনের দায়ে হানুফার স্বামীকে জেলে পাঠায় স্থানীয় চেয়ারম্যান। এরপর ধর্ষণের শিকার হয় হানুফা। এ কারণে সন্তানসম্ভবা হয়ে পড়লে সমাজে একঘরে করে রাখা হয় তাকে। তখন হানুফার পাশে দাঁড়ায় মানিক মাঝি।
সরকারি অনুদানে নির্মিত ‘বিলডাকিনি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন। এর শুটিং হয়েছে নওগাঁর প্রতিসর, নাটোর ও বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে। প্রযোজনায় মমিন খান।

‘বিলডাকিনি’ সিনেমার পোস্টারে মোশাররফ করিম ও পার্নো মিত্র (ছবি: ডাটা সলিউশন)
‘বিলডাকিনি’ আগামী ২৪ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু এ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এর মুক্তি পিছিয়ে যেতে পারে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস