ওটিটি
নেটফ্লিক্সে আগুন ধরিয়েছেন বাঁধন!

আজমেরী হক বাঁধন (ছবি: মিথ স্টুডিও)
নেটফ্লিক্সে প্রথমবার হাজির হচ্ছেন আজমেরী হক বাঁধন। বলিউডের গুণী নির্মাতা বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’য় দেখা যাবে তাকে। আজ (২৯ আগস্ট) এর টিজার প্রকাশিত হয়েছে। এতে একটি দৃশ্যে জনপ্রিয় এই অভিনেত্রীকে শাড়িতে ঝলমলে দেখাচ্ছে। তার দৃষ্টি একইসঙ্গে আকর্ষণীয়, তীব্র ও রহস্যময়। এমন মুগ্ধকর কাজের সুবাদে ভক্ত, দর্শক থেকে শুরু করে তারকাসহ সবার অভিনন্দনে সিক্ত হয়েছেন তিনি।
বাংলাদেশের তারকারা সোশ্যাল মিডিয়ায় টিজারটি শেয়ার দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অভিনেত্রী সাবেরী আলম, প্রসূন আজাদ, তাহসিন অপ্সরা অহনা, অভিনেতা খায়রুল বাসার, সুদীপ বিশ্বাস দীপ, সংগীতশিল্পী প্রীতম হাসান, গায়িকা কোনাল, জেফার রহমান, নির্মাতা আদনান আল রাজীব, শঙ্খ দাসগুপ্ত, আবরার আতহার।

আজমেরী হক বাঁধন (ছবি: ইনস্টাগ্রাম)
‘রেহানা মরিয়ম নূর’ কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়ার পর বলিউড নির্মাতাদের নজরে পড়েন বাঁধন। সেই সূত্রে ‘খুফিয়া’ এসেছে তার হাতে।

আজমেরী হক বাঁধন (ছবি: ইনস্টাগ্রাম)
টিজারের প্রথম দৃশ্যে বলিউড অভিনেত্রী টাবুকে ভীত-সন্ত্রস্ত দেখাচ্ছে। এরপরই দেখা গেছে বাঁধনের একঝলক। আগুন জ্বলছে আর তিনি সেদিকে এগিয়ে আসছেন।
গত বছরের ১১ অক্টোবর শুরু হয় শুটিং। শিগগিরই ফের মুম্বাইয়ে উড়াল দেবেন বাঁধন। কারণ এখনো ‘খুফিয়া’র দুই দিনের শুটিং বাকি।
সত্যি ঘটনায় অনুপ্রাণিত অমর ভূষণের ‘এসকেপ টু নো হোয়ার’ গ্রন্থ অবলম্বনে সাজানো হয়েছে গোয়েন্দা থ্রিলার ধাঁচের সিনেমাটি।

আজমেরী হক বাঁধন (ছবি: নেটফ্লিক্স)
‘খুফিয়া’র গল্প রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) অপারেটিভ কৃষ্ণ মেহরাকে ঘিরে। ভারতের প্রতিরক্ষা গোপনীয়তা বিক্রির শেকড় খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয় তাকে।
টিজারে আরও দেখা গেছে আলী ফজল, আশীষ বিদ্যার্থী, ওয়ামিকা গাব্বিকে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
