স্টার জোন
পরীমণিকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া ও আদালতপাড়া

পরীমণি (ছবি: ফেসবুক)
দেশজুড়ে এখন আলোচনায় অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়া ও আদালতপাড়ায় তাকে ঘিরে জোর আলোচনা চলছে। একটি মহলের বাধার মুখে টাঙ্গাইলে প্রসাধন পণ্যের শোরুম উদ্বোধনের পরিকল্পনা বাতিল করেছেন তিনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়েন এই তারকা। এর একদিন পরেই তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকে এসব ঘটনার সমালোচনা করেছেন।
জানা গেছে, পরীমণিকে না আনতে গত ২৩ জানুয়ারি প্রসাধন পণ্য বিক্রির দোকান হারল্যান স্টোরের স্বত্বাধিকারী মীর মাসুদ রানাকে ফোন করে হুমকি দেওয়া হয়। পরদিন হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের টাঙ্গাইল জেলা শাখা ও কালিহাতী উপজেলা শাখার নেতাকর্মীরা ঢালিউডের আলোচিত এই নায়িকার শোরুম উদ্বোধনের নির্ধারিত আয়োজন নিয়ে আপত্তি তোলেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শঙ্কা থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ডের টিন মার্কেটের পূর্বনির্ধারিত অনুষ্ঠানটি ভেস্তে যায়। সেই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেন অনেকে।
গত ২৫ জানুয়ারি বিকেল ৩টায় শোরুম উদ্বোধনের কথা ছিলো পরীমণির। প্রশাসনের অনুমতি থাকার পরও শেষ পর্যন্ত স্থগিত করা হয় অনুষ্ঠানটি। এরপর রাতে পুরো পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানান নায়িকা। ফেসবুকে তিনি লিখেছেন, ‘এতো চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেনো আসবে? অনিরাপদ লাগছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেনো আমরা!’
সম্প্রতি তৌহিদী জনতার বাধার মুখে চট্টগ্রামে শোরুম উদ্বোধন না করেই ঢাকায় ফিরতে হয়েছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। এরপর পড়শী একটি কনসার্টে বিরূপ পরিস্থিতির মুখে পড়েন। সেসব ঘটনা উল্লেখ করে পরীমণি ফেসবুকে আরো লিখেছেন, ‘মেহজাবীন ও পড়শী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কী প্রমাণ করতে চলেছেন তারা? কী বলার আছে আর… এ দেশে সিনেমা/বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে! তাহলে কি আমরা ধরে নেবো, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।’
পরীমণির এই পোস্টে ১ লাখ ৬৪ হাজারের বেশি রিঅ্যাক্ট এসেছে। এতে মন্তব্য পড়েছে ৬৬ হাজার। এটি শেয়ার হয়েছে প্রায় ৭ হাজার।

পরীমণি (ছবি: ফেসবুক)
এদিকে আইনি ঝামেলায় পড়েছেন পরীমণি। ব্যবসায়ীকে মারধর ও খুনের হুমকির মামলায় আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত গতকাল এই আদেশ দেয়। আজ (২৭ জানুয়ারি) সকাল ৮টায় আদালতে আত্মসমর্পণ করবেন পরীমণি। তখন তার জামিন আবেদন করা হবে।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সংবাদমাধ্যমকে জানান, নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলার শুনানি ছিলো ২৬ জানুয়ারি। শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন। আদালত সেই আবেদন নাকচ করে পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। একইসঙ্গে দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

পরীমণি (ছবি: এম এইচ বিপু)
পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। তার অভিযোগ, ২০২১ সালের ৮ জুন পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে স্নানঘর ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে মদ্যপানে সময় কাটান। রাত ১টা ১৫ মিনিটে ক্লাব থেকে বের হওয়ার সময় পরীমণি তাকে ডেকে একটি মদের বোতল বিনামূল্যে দিতে চাপ প্রয়োগ করেন। তিনি রাজি না হওয়ায় অভিনেত্রী গালিগালাজ করেন। ব্যবসায়ীর দাবি, বাকবিতণ্ডার একপর্যায়ে পরী একটি কাচের গ্লাস ছুড়ে মারলে সেটি নাসিরের মাথা ও বুকে লাগে। সেই ঘটনাকে হত্যাচেষ্টা হিসেবেই মামলায় উল্লেখ করেছেন ব্যবসায়ী।
গত বছরের ১৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর একমাস পর (১৮ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত দুই আসামিকে ২৫ জুন আদালতে হাজির থাকতে সমন জারি করে। সেদিন আত্মসমর্পণ করে জামিন পান তারা।
এর আগে মাদক মামলায় প্রায় এক মাস কারাগারে থাকতে হয়েছিল পরীমণিকে।

‘ফেলুবক্সী’তে পরীমণি ও সোহম চক্রবর্তী (ছবি: হিমানি ফিল্মস)
গত ১৭ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে পরীমণির নতুন সিনেমা ‘ফেলুবক্সী’। এর মাধ্যমে ওপার বাংলার বড় পর্দায় অভিষেক হলো তার। দেবরাজ সিনহার পরিচালনায় ‘ফেলুবক্সী’তে আরো অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস