স্টার জোন
পাভেলের বোলিং জাদুতে ফাইনালে গিগাবাইট টাইটান্স

গিগাবাইট টাইটান্স স্কোয়াড (ছবি: সিনেমাওয়ালা)
সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি (সিসিটি) টুর্নামেন্টের ফাইনালে উঠলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গিগাবাইট টাইটান্স ও গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নধরা স্পারটান্স। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অভিনেতা সাইদুর রহমান পাভেলের ফাইফারের কারণে প্রবীর রায় চৌধুরীর দল নাইট রাইডার্স ১৩ রানে হেরেছে। অন্যদিকে জেভিকো কিংসের বিপক্ষে ২১ রানে জিতেছে স্বপ্নধরা স্পারটান্স। আগামী ১৩ মে শিরোপা বাগিয়ে নেওয়ার জমজমাট লড়াই হবে।
গতকাল (১০ মে) ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গিগাবাইট টাইটান্স। দুই ওপেনার পার্থ শেখ ও জাহিদুর আশিকের ৭১ রানের পার্টনারশিপ ও দাউদ আল মাহমুদের ২১ বলে ৪২ রানের টর্নেডো ইনিংসের সুবাদে নির্ধারিত ১৮ ওভারে দলীয় স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৭৩ রান। আশিক ৩২ বলে ৩৬ রান করেন। ওপেনার পার্থ শেখ ৪৩ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন। অতিরিক্ত থেকে এসেছে ৩৩ রান। নাইট রাইডার্সের ইরফান সাজ্জাদ, অর্ণব অন্তু ও শেহজাদ ওমর ১টি করে উইকেট নিয়েছেন।
রান তাড়া করতে নেমে নাইট রাইডার্সকে ভালো শুরু এনে দেন ইরফান সাজ্জাদ ১৭ (১৬ বল) ও পূর্ণ মিলন ২৫ (২১ বল)। ৪১ রানে থামে তাদের জুটি। ফজলে রাব্বি খানের ১৮ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসে জয়ের পথে এগোতে থাকে। কিন্তু সালমান আরাফাত ৩২ বলে ৫৭ রান করে আউট হয়ে যাওয়ায় নাইট রাইডার্সের শেষ সম্ভাবনাটুকু নিভে যায়। এরপর আর কেউই দুই অঙ্কের ঘরও ছুঁহ গিগাবাইট টাইটান্সের ডানহাতি স্পিনার সাইদুর রহমান পাভেল একাই ৫ উইকেট নিয়ে নাইট রাইডার্সকে গুড়িয়ে দিয়েছেন। দাউদ আল মাহমুদ ২টি আর নাঈম ফুয়াদ ও মাশরুর এনান ১টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর (পুরুষ)
গিগাবাইট টাইটান্স ১৭৩/৫ (১৮ ওভার)
নাইট রাইডার্স ১৬০/৮ (১৮ ওভার)
ফল: গিগাবাইট টাইটান্স ১৩ রানে জয়ী
সংক্ষিপ্ত স্কোর (নারী)
গিগাবাইট টাইটান্স ২২/০ (২ ওভার)
নাইট রাইডার্স ৫/৩ (২ ওভার)
ফল: গিগাবাইট টাইটান্স ১৭ রানে জয়ী

স্বপ্নধরা স্পারটান্স স্কোয়াড (ছবি: ফেসবুক)
গতকাল দ্বিতীয় খেলায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জেভিকো কিংসের মেন্টর তানিম রহমান অংশু। অন্তু ওয়ালিদের ৩৩ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসে ভর করে স্বপ্নধরা স্পারটান্স স্কোরবোর্ডে দাঁড় করায় ৮ উইকেটে ১৭৬ রান। ওপেনার জয় চৌধুরঅ ২০ বলে ৩১ রান করে আউট হন। এছাড়া সাব্বির আহমেদ ১২ বলে ১৯ রান করেছেন। শেষের দিকে স্বাধীন ৮ বলে ১৬ রান অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে এসেছে ১৬ রান। জেভিকো কিংসের বোলার জিয়াউল রোশান ৩ উইকেট নিয়েছেন। এছাড়া রাতুল ২টি ও ডিজে জুডু ১টি উইকেট নেন।
জেভিকো কিংস ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজিব ও রাশেদ সীমান্তর ওপেনিং জুটিতে সর্বোচ্চ ৩৩ রান তুলতে পেরেছে। এ কারণে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৫ রানে করতে পেরেছে দলটি। রাজিব ২৫ বলে ২৪ রান ও সীমান্ত ১১ বলে ১৪ রান করেন। এরপর রুসলান ১৩ বলে ১৬ রান করেন। শেষের দিকে রাতুল ১৫ বলে ২৯ রান ও ইলিয়াস বিকে ১৩ বলে ৩৬ রান করায় হারের ব্যবধান কমেছে। অতিরিক্ত থেকে এসেছে ১৮ রান। স্বপ্নধরা স্পারটান্সের বোলারদের মধ্যে অন্তু ওয়ালিদ, সালমান সানজিদ, নাজমুল ইমন ও ওসামা ১টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর (পুরুষ)
স্বপ্নধরা স্পারটান্স ১৭৬/৮ (১৮ ওভার)
জেভিকো কিংস ১৫৫/৭ (১৮ ওভার)
ফল: স্বপ্নধরা স্পারটান্স ২১ রানে জয়ী
সংক্ষিপ্ত স্কোর (নারী)
জেভিকো কিংস ১৪/১ (১.৩ ওভার)
স্বপ্নধরা স্পারটান্স ১৩/২ (২ ওভার)
ফল: জেভিকো কিংস ৯ উইকেটে জয়ী
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস