Connect with us

ছবিঘর

‘পুতুলনাচের ইতিকথা’র আড্ডায় জামদানি শাড়িতে জয়া

আবার জামদানি শাড়ি নিয়ে নিরীক্ষা করলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কলকাতা লিট মিটের ১৩তম আসরে নতুন ঢঙে শাড়ি পরে হাজির হন তিনি। নিজের নতুন সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন এই তারকা। ছবিতে নতুন জামদানি শাড়িতে দেখুন তাকে।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

হালকা নীল জামদানি শাড়ির সঙ্গে ব্লেজার কলার ব্লাউজে জয়া আহসান।

জয়া আহসান ফেসবুকে লিখেছেন, ‘কলকাতা লিট মিটে উদ্দীপনামূলক কথোপকথনের অংশ হতে পেরে দারুণ লাগলো। আমরা ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমা এবং একটি ধ্রুপদি সাহিত্যকে দৃশ্যমান আখ্যানে রূপান্তর করার শৈল্পিকতা নিয়ে আলোচনা করেছি।”

কলকাতার হর্টিকালচার গার্ডেনে জয়া আহসান।

কলকাতা লিট মিটে অটোগ্রাফ দিয়েছেন জয়া আহসান।

‘পুতুলনাচের ইতিকথা’য় ওপার বাংলার অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার সুমন মুখোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘মা’ অবলম্বনে তৈরি হয়েছে ‘পুতুলনাচের ইতিকথা’র চিত্রনাট্য। আগামী বছরের মে মাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীর সময় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ভারতের খ্যাতিমান অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়ের পাশে জয়া আহসান। ‘পুতুলনাচের ইতিকথা’য় দেখা যাবে তাদের।

‘পুতুলনাচের ইতিকথা’ নির্বাচিত হয়েছে রটারড্যাম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে। নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে এবারের আসরের পর্দা উঠবে আগামী ৩০ জানুয়ারি। উৎসবটি চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’র পোস্টারের সামনে জয়া আহসান।

জানালায় চোখ মেলে জয়ার আনন্দ।

গত বছরের ২৭ ডিসেম্বর বাংলাদেশে বড় পর্দায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘নকশীকাঁথার জমিন’। হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ অবলম্বনে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান।

দেশীয় ওয়েব সিরিজে প্রথমবার অভিনয় করেছেন জয়া আহসান। ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘২ষ’ সিরিজের শেষ পর্ব ‘বেসুরা’য় চমক হয়ে ধরা দিয়েছেন তিনি। এতে ডাইনি চরিত্রে দেখা গেছে তাকে।

আশফান নিপুনের পরিচালনায় হইচইয়ের ‘জিম্মি’ ওয়েব সিরিজে অভিনয় করবেন জয়া আহসান। ওটিটিতে তার অভিষেক হয় ২০২৩ সালে জিফাইভের ‘কড়ক সিং’ ওয়েব ফিল্মের মাধ্যমে।

‘বাগান বিলাস’ নামের একটি গানের ভিডিওতে মডেল হয়েছেন জয়া আহসান। এতে তার সঙ্গে দেখা গেছে প্রীতম হাসানকে। তার ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত হয়েছে আজ (২৭ জানুয়ারি)।

‘বাগান বিলাস’ মিউজিক ভিডিওতে জয়া।

‘বাগান বিলাস’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। তার সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। এর কথা লিখেছেন ইনামুল তাহসিন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ