Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

‘পুষ্পা টু’র সুবাদে টাকার পাহাড়ে আল্লু অর্জুন, আর কে কত কোটি পেলেন

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় আল্লু অর্জুন (ছবি: মাইত্রি মুভি মেকার্স)

ভারতের দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে পুষ্পারাজ! এর সুবাদে তার পারিশ্রমিক বেড়েছে আগের চেয়ে ছয় গুণ। ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার জন্য তিনি একাই নিয়েছেন ৩০০ কোটি রুপি।

২০২১ সালে সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় অভিনয়ের জন্য আল্লু অর্জুন নিয়েছিলেন ৫০ কোটি রুপি। পুষ্পারাজ চরিত্রের সুবাদে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হয়েছেন তিনি। তিন বছর পর আবার পুষ্পারাজের ভূমিকায় বড় পর্দায় দেখা যাবে তাকে।

‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার গানে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা (ছবি: মাইত্রি মুভি মেকার্স)

আগের পর্বে পুষ্পার প্রেমিকা থেকে ভারতের ‘জাতীয় ক্রাশ’ হয়েছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার জন্য তিনি পেয়েছিলেন ১০ কোটি রুপি। ‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনের সঙ্গে আবার জুটি বেঁধেছেন ২৮ বছর বয়সী এই তারকা। এবারের পর্বে পুষ্পারাজের স্ত্রী শ্রীভাল্লি চরিত্রে দেখা যাবে তাকে। তবে তার পারিশ্রমিক একই আছে। ফলে নায়কের সঙ্গে নায়িকার পারিশ্রমিকের ফারাক ৩০ গুণ!

‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় আল্লু অর্জুন ও ফাহাদ ফাসিল (ছবি: মাইত্রি মুভি মেকার্স)

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় স্বল্প উপস্থিতির চরিত্রে অভিনয় করে সাড়ে তিন কোটি রুপি পান দক্ষিণী তারকা ফাহাদ ফাসিল। ‘পুষ্পা টু’তে তার চরিত্র অনেক গুরুত্বপূর্ণ। এজন্য পারিশ্রমিক আগের চেয়ে বেশি পাচ্ছেন তিনি। এবার তার অ্যাকাউন্টে এসেছে আট কোটি রুপি।

‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার গানে শ্রীলীলা ও আল্লু অর্জুন (ছবি: মাইত্রি মুভি মেকার্স)

‘পুষ্পা’য় আইটেম গানে নেচে সাড়া ফেলেছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এজন্য দেড় কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। ‘পুষ্পা টু’র আইটেম গানে নেচেছেন আরেক দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। আল্লু অর্জুনের সঙ্গে নেচে ২ কোটি রুপি নিয়েছেন তিনি। তাদের অভিনীত ‘কিসিক’-এর লিরিক্যাল ভিডিও তেলুগুসহ তিন সংস্করণ মিলিয়ে প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ৪ কোটি ২০ লাখ ভিউ পেয়েছে। ভারতীয় গানের ক্ষেত্রে এটি নতুন রেকর্ড।

‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় আল্লু অর্জুন (ছবি: মাইত্রি মুভি মেকার্স)

আগামী ৬ ডিসেম্বর সারা ভারতে মুক্তি পেতে যাচ্ছে মাইত্রি মুভি মেকার্স প্রযোজিত ‘পুষ্পা টু: দ্য রুল’। তেলুগু সিনেমাটি তামিল, কান্নাডা, মালায়লাম, হিন্দি ও বাংলায় ডাবিং করে চালানো হবে বড় পর্দায়। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন যথারীতি দেবী শ্রী প্রসাদ।

‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় আল্লু অর্জুন (ছবি: মাইত্রি মুভি মেকার্স)

মুক্তির আগেই পেয়ে গেলো হাজার কোটি টাকা
‘পুষ্পা টু: দ্য রুল’ তৈরিতে খরচ হয়েছে ৪০০-৫০০ কোটি রুপি। তবে মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব থেকে পাওয়া গেছে বিনিয়োগের দ্বিগুণ টাকা। সব মিলিয়ে এখন পর্যন্ত ১ হাজার ৮৫ কোটি রুপি ঘরে চলে এসেছে।

ভারতের বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী– সিনেমাহলে বিভিন্ন ভাষায় ‘পুষ্পা টু’ প্রদর্শনের স্বত্ব ৬৬০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। এরমধ্যে তেলুগু ভাষা ২২০ কোটি, হিন্দি সংস্করণ ২০০ কোটি ও তামিল ভাষার জন্য নেওয়া হয়েছে ৫০ কোটি রুপি। ভারতের বাইরে আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব থেকে এসেছে ১৪০ কোটি রুপি।

‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় আল্লু অর্জুন (ছবি: মাইত্রি মুভি মেকার্স)

শোনা যাচ্ছে, ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার ওটিটি, স্যাটেলাইট ও গানের স্বত্ব বিক্রি হয়েছে মোট ৪২৫ কোটি রুপিতে। এরমধ্যে ওটিটি স্বত্ব কিনতে ২৭৫ কোটি রুপি ঢেলেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

‘পুষ্পা টু’র গান বাজারজাতকরণের স্বত্ব পেতে ৬৫ কোটি রুপি দিয়েছে টি-সিরিজ। এছাড়া স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ৮৫ কোটি রুপিতে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ