বলিউড
‘পুষ্পা টু’ মুক্তির আগেই পেয়ে গেলো হাজার কোটি টাকা

‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় আল্লু অর্জুন (ছবি: মাইত্রি মুভি মেকার্স)
ভারতের দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সাড়া জাগানো ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল মুক্তির দিন ঘনিয়ে আসছে। এবারের পর্বের নাম ‘পুষ্পা টু: দ্য রুল’। এটি তৈরিতে খরচ হয়েছে ৫০০ কোটি রুপি। তবে মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বেচে পাওয়া গেছে বিনিয়োগের দ্বিগুণ টাকা। সব মিলিয়ে এখন পর্যন্ত ১ হাজার ৮৫ কোটি রুপি ঘরে ফিরেছে। ফলে সিনেমাটি ইতোমধ্যে ব্লকবাস্টার!
ভারতের বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী– সিনেমাহলে তেলুগু, হিন্দি ও তামিল বিভিন্ন ভাষায় ‘পুষ্পা টু’ প্রদর্শনের স্বত্ব ৬৪০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। এছাড়া ভারতের বাইরে আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব বেচে এসেছে ১৪০ কোটি রুপি।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুন (ছবি: মাইত্রি মুভি মেকার্স)
শোনা যাচ্ছে, ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার ওটিটি, স্যাটেলাইট ও গানের স্বত্ব বিক্রি হয়েছে মোট ৪২৫ কোটি রুপিতে। এরমধ্যে ওটিটি স্বত্ব কিনতে ২৭৫ কোটি রুপি ঢেলেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
‘পুষ্পা টু’র গান বাজারজাতকরণের স্বত্ব পেতে ৬৫ কোটি রুপি দিয়েছে টি-সিরিজ। স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ৮৫ কোটি রুপিতে।

‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার ফার্স্টলুক পোস্টার (ছবি: মাইত্রি মুভি মেকারস)
দাবি করা হচ্ছে, এখন পর্যন্ত মুক্তির আগে কোনো ভারতীয় সিনেমা ‘পুষ্পা টু’র মতো ব্যবসা করতে পারেনি। মুক্তির পর এটি বক্স অফিসে নতুন নজির গড়বে বলে ধারণা বিশ্লেষকদের। আগামী ৬ ডিসেম্বর সারা ভারতে মুক্তি পেতে যাচ্ছে মাইত্রি মুভি মেকার্স প্রযোজিত ‘পুষ্পা টু: দ্য রুল’।
২০২১ সালে সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রাইজ’ দারুণ ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এতে পুষ্পারাজ চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন আল্লু অর্জুন। এর স্বীকৃতি হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হয়েছেন তিনি। তিন বছর পর আবার পুষ্পারাজের ভূমিকায় বড় পর্দায় দেখা যাবে তাকে।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা (ছবি: মাইত্রি মুভি মেকার্স)
সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনের সঙ্গে আবার জুটি বেঁধেছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা। পুষ্পারাজের স্ত্রী শ্রীভাল্লি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া ফিরছেন অভিনেতা ফাহাদ ফাসিল। সংগীত পরিচালনা করেছেন যথারীতি দেবী শ্রী প্রসাদ।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস