ছবিঘর
প্যারিস অলিম্পিকের চোখধাঁধানো সমাপনীতে টম ক্রুজের চমকবাজি
প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে উন্মাদনা ছড়িয়ে দিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে নিরাপত্তা দড়িতে ঝুলে নিচে নামেন ৬২ বছর বয়সী এই অভিনেতা। গত ১১ আগস্ট রাতে তিন ঘণ্টার এই আয়োজনে ছিল নাচ, গান, আলোর রোশনাই ও চোখধাঁধানো আতশবাজি।

স্টেড ডি ফ্রান্সের ছাদ থেকে নিরাপত্তা দড়ি নিয়ে লাফিয়ে পড়েন টম ক্রুজ।

‘মিশন: ইমপসিবল – ফলআউট’ (২০১৮) সিনেমার শুটিং প্যারিসে করেন টম ক্রুজ। তাছাড়া ২০২৮ সালের অলিম্পিক গেমসের আয়োজক তার দেশ আমেরিকা।

অলিম্পিকের পতাকা নিয়ে স্টেডিয়ামের ভেতরেই মোটরসাইকেল চালিয়েছেন টম ক্রুজ।

টম ক্রুজের হাতে অলিম্পিকের পতাকা।

‘মিশন: ইমপসিবল’ তারকাকে সামনে পেয়ে ক্রীড়াবিদদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়ে।

গ্র্যান্ড ফিনালে চলাকালীন আতশবাজি ও আলোর রোশনাই।

পাঁচটি গ্র্যামি পুরস্কার জয়ী গায়িকা হার যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করেন।

স্টেড ডি ফ্রান্সের ছাদ থেকে মঞ্চে ভেসে আসে ২০ হাজার পুঁতি দিয়ে বানানো পোশাক পরা ফরাসি ঐতিহ্যবাহী গোল্ডেন ভয়েজার।

গোল্ডেন ভয়েজারকে কেন্দ্র করে মুখোশধারী নৃত্যশিল্পীদের স্তূপ!

আলোর ঝলকানিতে অলিম্পিকের রিং।

স্টেডিয়ামের ছাদ থেকে ঝুলিয়ে রাখা পিয়ানো শূন্যে দাঁড়িয়ে বাজিয়ে দর্শক-শ্রোতাদের মন ছুঁয়েছেন ফরাসি পিয়ানোবাদক আলা রোঁশ। নিচে তখন মুখোশধারী নৃত্যশিল্পীদের পরিবেশনা চলছিল।

ফরাসি ইন্ডি রক ব্যান্ড ফিনিক্স।

ফরাসি ইন্ডি রক ব্যান্ড ফিনিক্স সংগীত পরিবেশনের সময় ক্রীড়াবিদদের মঞ্চে দেখা গেছে।

প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে সবশেষ পরিবেশনা হিসেবে গান গেয়েছেন ফরাসি গায়িকা ইজোঁ। তিনি পরেছেন ডিওরের পোশাক।

ফরাসি গায়িকা ইজোঁ গান গেয়ে শোনানোর সময় আতশবাজির চোখধাঁধানো দৃশ্য।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস