Connect with us

ওটিটি

প্রীতম হাসানের ‘ঘুমপরী’ তানজিন তিশা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

প্রীতম হাসান ও তানজিন তিশা (ছবি: চরকি)

নতুন ওয়েব ফিল্মে যুক্ত হলেন অভিনেত্রী তানজিন তিশা। এর নাম ‘ঘুমপরী’। চমকপ্রদ খবর হলো, এতে তার সঙ্গে অভিনয় করবেন সংগীতশিল্পী প্রীতম হাসান। ভালোবাসা আর মায়ায় জড়ানো এক গল্প নিয়ে তৈরি হবে এটি। চমকের এখানেই শেষ নয়। জুলাই-আগস্টের আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারসা মাহজাবীনকে দেখা যাবে এতে।

ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য ‘ঘুমপরী’ পরিচালনা করবেন আরেক প্রীতম, অর্থাৎ জাহিদ প্রীতম। তিনি জানান, ‘ঘুমপরী’ গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণ রয়েছে। শিগগিরই এর শুটিং শুরু হবে।

(বাঁ থেকে) জাহিদ প্রীতম, পারসা মাহজাবীন, তানজিন তিশা ও প্রীতম হাসান (ছবি: চরকি)

তানজিন তিশা ও জাহিদ প্রীতম প্রথমবার চরকির কাজে যুক্ত হলেন। চরকি’র ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’র তুমুল জনপ্রিয়তার পর দর্শকদের আবার ভালোবাসায় বাঁধতে যাচ্ছেন প্রীতম হাসান।

তানজিন তিশা (ছবি: চরকি)

এর আগেও চরকির সঙ্গে কাজ করার কথা ছিলো তানজিন তিশার। কিন্তু বিভিন্ন কারণে সেটি হয়ে ওঠেনি। ‘ঘুমপরী’কে তিনি বেছে নিয়েছেন গল্পের জন্য। তানজিন তিশা বলেন, ‘গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এই গল্প দিয়ে চরকির সঙ্গে কাজ শুরু না করলে আমার বোকামি হবে বলে মনে হয়েছে! তাই এতে যুক্ত হয়েছি।’

প্রীতম হাসান ও তানজিন তিশা (ছবি: চরকি)

তানজিন তিশার সঙ্গে সুর মিলিয়ে প্রীতম হাসান বলেন, “খুব সুন্দর গল্প এটি। ইতোমধ্যে পরিচালক জাহিদ প্রীতম দর্শকদের কিছু সুন্দর কাজ উপহার দিয়েছেন। আশা করি, ‘ঘুমপরী’ দর্শকদের আরো ভালো লাগবে।”

(বাঁ থেকে) পারসা মাহজাবীন, প্রীতম হাসান ও তানজিন তিশা (ছবি: চরকি)

পারসা মাহজাবীন প্রথমবার ওয়েব ফিল্মে অভিনয় করছেন। স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত তিনি। তার কথায়, ‘এটি আমার জন্য অনেক বড় একটি পাওয়া। যাদের পছন্দ করি, তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। চরকির সঙ্গে কাজ করার ইচ্ছা ছিলো, সেটাও পূরণ হলো। সব মিলিয়ে আমি কাজটি নিয়ে খুব খুশি ও আশাবাদী।’

(বাঁ থেকে) পারসা মাহজাবীন, জাহিদ প্রীতম, রেদওয়ান রনি, প্রীতম হাসান ও তানজিন তিশা (ছবি: চরকি)

আজ (১০ ডিসেম্বর) বিকেলে চরকির কার্যালয়ে ওয়েব ফিল্মটির চুক্তি সই হয়েছে। এ সময় ছিলেন তানজিন তিশা, প্রীতম হাসান, পারসা মাহজাবীন ও জাহিদ প্রীতম। চরকির পক্ষ থেকে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ