Connect with us

টালিউড

ফিল্মফেয়ারে আবার মনোনয়ন পেলেন মোশাররফ ও জয়া, প্রথমবার চঞ্চল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মোশাররফ করিম, জয়া আহসান ও চঞ্চল চৌধুরী (ছবি: ফেসবুক)

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার অষ্টম আসরের মনোনয়ন তালিকায় জায়গা পেলেন বাংলাদেশের তিন তারকা।  ‘ভূতপরী’ সিনেমার সুবাদে সেরা অভিনেত্রী শাখায় মনোনীত হয়েছেন জয়া আহসান। অন্যদিকে ‘হুব্বা’ সিনেমার জন্য মোশাররফ করিম ও ‘পদাতিক’ সিনেমার জন্য চঞ্চল চৌধুরী সেরা অভিনেতা (সমালোচক) শাখায় মনোনয়ন পেয়েছেন। জয়া ও মোশাররফ এই পুরস্কারের জন্য আগেও মনোনীত হয়েছেন। চঞ্চলের জন্য এটি নতুন অর্জন। 

এ নিয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সব মিলিয়ে ১০টি মনোনয়ন পেলেন জয়া আহসান। এরমধ্যে ২০২৩ সালে ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী, ২০২২ সালে ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী, ২০১৮ সালে ‘বিসর্জন’-এর সুবাদে সেরা অভিনেত্রী, ২০১৯ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’ সিনেমার সুবাদে সেরা অভিনেত্রী (সমালোচক) স্বীকৃতি পান জয়া আহসান।

‘ভূতপরী’র দৃশ্যে জয়া আহসান (ছবি: সুরিন্দর ফিল্মস)

এবারের আসরে সেরা অভিনেত্রী শাখায় জয়ার পাশাপাশি মনোনয়ন পেয়েছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানি মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।

‘হুব্বা’য় মোশাররফ করিমের সঙ্গে পশ্চিমবঙ্গের অভিনেতারা (ছবি: ফ্রেন্ডস কমিউনিকেশন)

পশ্চিমবঙ্গে মোশাররফ করিমের প্রথম সিনেমা ছিলো ‘ডিকশনারি’। এর সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সেরা অভিনেতা (সমালোচক) শাখায় মনোনয়ন পান তিনি। এবার ‘হুব্বা’র মাধ্যমে তার নামের পাশে যোগ হলো ফিল্মফেয়ারের দ্বিতীয় মনোনয়ন। ব্রাত্য বসুর পরিচালনায় সিনেমাটিতে গ্যাংস্টারের হুব্বা শ্যামল চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরী (ছবি: ফ্রেন্ডস কমিউনিকেশন)

এদিকে সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় ভারতের প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

সেরা অভিনেতা (সমালোচক) শাখায় তার ও চঞ্চলের পাশাপাশি মনোনীত হয়েছেন আবির চট্টোপাধ্যায় (শ্রী স্বপনকুমারের বাদামি হায়েনার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র এখন), চন্দন সেন (মানিকবাবুর মেঘ), পরাণ বন্দ্যোপাধ্যায় (বেলাইন)।

২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমার মধ্য থেকে সেরাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে এবারের আসরে। কলকাতার জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে আগামী ১৮ মার্চ ‘অষ্টম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’র বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে নাচবেন শুভশ্রী গাঙ্গুলি, পূজা ব্যানার্জি, বরখা বিস্ত। সঞ্চালনা করবেন শিবপ্রসাদ মুখার্জি, রাজ চক্রবর্তী ও পূজা ব্যানার্জি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ