Connect with us

স্টার জোন

বর আদনান আল রাজীবকে নিয়ে কী লিখলেন মেহজাবীন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বিয়ের সাজে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেছেন তিনি। তবে শুভ কাজ সেরে ফেলার ১০ দিন পর খবরটি জানালেন তারা। যদিও গত কিছুদিন ধরেই তাদের বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন ভাসছিলো হাওয়ায়। 

গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মনের মানুষ আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের বন্ধনে জড়িয়েছেন মেহজাবীন। আজ (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সোশ্যাল মিডিয়ায় জীবনসঙ্গীকে উদ্দেশ করে এই তারকা লিখেছেন, ‘১৪ ফেব্রুয়ারি, ২০২৫— আমরা চিরবন্ধনে নিজেদের জড়িয়ে নিলাম। আমরা হাতে হাত রেখে এই পথচলার কথা দিয়েছি। আদনান আল রাজীব, তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি।’

বিয়ের সাজে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)

আদনান আল রাজীবের সঙ্গে প্রথম দেখা ও তার প্রতি ভালো লাগার কথা ফেসবুক স্ট্যাটাসের শুরুতেই জানিয়েছেন মেহজাবীন। তিনি লিখেছেন, ‘৯ এপ্রিল, ২০১২— গজদাঁত ও সুন্দর হাসির একটি ছেলে আমার সঙ্গে দেখা করতে এলো। আমি একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সে রাস্তা থেকেই আমাকে হাত নাড়লো। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, হাতে হাত মিলিয়েছিলাম, এরপর সে চলে গেলো। তখন অনুভব করলাম আমার হৃদয়ের একটি টুকরো তার সঙ্গে চলে গেছে। আমি তাৎক্ষণিক বুঝে গেলাম। ঠিক এমনটাই ঘটেছিল।’

ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে আদনান আল রাজীবকে উদ্দেশ করে তিনটি হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন মেহজাবীন। এগুলো হলো— আমার সেরা বন্ধুর সঙ্গে চিরকাল, শুরু থেকে এখন পর্যন্ত এবং ৪ হাজার ৬৯৪ দিন।

বিয়ের সাজে মেহজাবীন চৌধুরী (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)

মেহজাবীন এরপর যোগ করেছেন, ‘১৩ বছর পেরিয়ে আমরা এখনও একসঙ্গে পথ চলছি, প্রতিটি সাফল্য উদযাপন করছি ও প্রতিটি দুঃসময় অতিক্রম করছি। অনেকে বলে সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয়। আমরা প্রায় দ্বিগুণ সময় পার করে ফেলেছি।’

সংসারে সারাজীবন সুখ ও বন্ধন অটুট রাখতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আর দোয়া কামনা করেছেন মেহজাবীন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ