Connect with us

গান বাজনা

বলিউডের সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথির ‘বৃষ্টি বিলাস’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথি সাহা (ছবি: ফেসবুক)

ভারতীয় সংগীতশিল্পী সেলিম মার্চেন্টের সঙ্গে দ্বৈত বাংলা গান গেয়েছেন গায়িকা সিঁথি সাহা। এর শিরোনাম ‘বৃষ্টি বিলাস’। এটাই সেলিম মার্চেন্টের গাওয়া প্রথম বাংলা গান। 

গানটির কথা এমন, ‘কাটাকুটি তোমার নাম, বাতাসে গুঞ্জরণ/মেঘে মেঘে পাঠিয়ে দিলাম, চিঠিপত্তর এই মন।’ এটি লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

‘বৃষ্টি বিলাস’ গানের পোস্টারে সিঁথি সাহা ও সেলিম মার্চেন্ট (ছবি: ফেসবুক)

এবারের ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউবে সিঁথি সাহা চ্যানেলে প্রকাশ হবে ‘বৃষ্টি বিলাস’-এর মিউজিক ভিডিও।

সিঁথি সাহা (ছবি: ফেসবুক)

পাকিস্তানি সংগীতশিল্পী শাফকাত আমানত আলীর মাধ্যমে সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথি সাহার পরিচয়। করোনাকালে অন্তর্জালে তারা ঘণ্টাখানেক আড্ডা দিয়েছিলেন। মাছরাঙা টিভি চ্যানেলের ‘সিঁথির অতিথি’র একটি পর্বে দেখা গেছে সেই আয়োজন।

সুলেমান মার্চেন্ট ও সেলিম মার্চেন্ট (ছবি: ফেসবুক)

সেলিম মার্চেন্ট একবার ঢাকায় এসেছিলেন। তিনি বলিউডের সংগীত পরিচালক সেলিম-সুলেমান জুটির একজন। ‘চাক দে ইন্ডিয়া’ (২০০৭), ‘আজা নাচলে’ (২০০৭), ‘ফ্যাশন’ (২০০৮), ‘রব নে বানা দি জোড়ি’ (২০০৮), ‘কুরবান’ (২০০৯), ‘ব্যান্ড বাজা বারাত’ (২০১০), ‘হিরোইন’সহ (২০১২) অনেক সিনেমার গান তৈরি করেছেন তারা। গত বছরের অক্টোবরে তাদের সুর-সংগীতে ভারতীয় দুই গায়িকা সুনিধি চৌহান ও শ্রেয়া ঘোষালের দ্বৈত গান ‘ছাইলা’ ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ