টালিউড
বাংলাদেশ নিয়ে ‘প্রিয়তমা’ ইধিকার আশা-হতাশা
‘প্রিয়তমা’র সুবাদে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু এপার বাংলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে চূড়ান্ত গণবিক্ষোভে অনেক প্রাণহানি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, গণরোষে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অরাজকতা দেখা দেওয়ায় হতাশ তিনি।
ইধিকার মনে প্রশ্ন দেখা দিয়েছে, “এই বাংলাদেশে গিয়ে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’র শুটিং করেছি? ঈদের দিন এটি যখন মুক্তি পেলো, প্রিমিয়ারে গিয়েছিলাম। দর্শকদের উন্মাদনা দেখে আনন্দে চোখে জল এসেছিলো আমার। তখন কেবল মনে হচ্ছিলো– বাংলাদেশের হৃদয় এতো উষ্ণ, এতো ভালোবাসা জমে আছে পড়শি দেশের হৃদয়ে! কিন্তু সেই একই হৃদয়ে এতো ঘৃণা জমেছিল, টের পাইনি তো!”
গতকাল (৬ আগস্ট) পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমে বাংলাদেশ প্রসঙ্গে নিজের কিছু অভিজ্ঞতা ও অভিমত জানিয়েছেন ইধিকা। পড়শি দেশের আপ্যায়নের কথা তিনি উল্লেখ করেছেন বিশেষভাবে, ‘ইলিশ মাছের রকমারি পদ আর ঢাকাই জামদানির কথা সকলের জানা। সেখানে কারও বাড়িতে নিমন্ত্রণ মানে কম করে ১৪ রকমের রান্না। ওপার বাংলা থেকে ওজন বাড়িয়ে ফিরেছিলাম। তখনো ঘুণাক্ষরে টের পাইনি আমার চেনা সেই দেশে এতো রক্ত ঝরবে, লাখো লোকের চোখের জল ঝরবে।’
এরপর ইধিকা লিখেছেন, ‘একেক সময় এটাও মনে হচ্ছে– আমি না হয় অন্য দেশের, বাংলাদেশের মানুষেরাই কি টের পেয়েছিলেন এভাবে ছাত্র আন্দোলনের ধারা বদলে যাবে? আন্দোলন একরকম, গণরোষ অন্য কথা। আরও ন্যক্কারজনক হলো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন থেকে অন্তর্বাস হাতে নিয়ে পুরুষদের প্রকাশ্যে আসা। বাংলাদেশ, এটা তোমার থেকে আশা করিনি। যেমন আশা করিনি, সমাজের অতি সাধারণ মানুষ কাঁদতে কাঁদতে সর্বস্ব লুটের কথা সোশ্যাল মিডিয়ায় জানাবেন।’
তবে ইধিকার প্রার্থনা, ‘আমার প্রিয় পড়শি দেশ, তোমার জন্য ও দেশের প্রতিটি মানুষের জন্য মন থেকে প্রার্থনা করছি। আবার সব শান্ত হোক। হাসিতে ঝলমলিয়ে উঠুক সোনার বাংলা। প্রবাহিত হোক ভালবাসার ফল্গুধারা। যার স্পর্শে হিংসা, ঘৃণার মতো সব কালো ধুয়ে যাবে। জানি, আমার প্রার্থনা সফল হবেই।’
সবশেষে ইধিকা পাল আশা বেঁধেছেন বুকে, ‘বাংলাদেশ, তোমায় নিয়ে আমার কোনও নালিশ নেই। সমস্যা নেই, ভয়ও নেই। তুমি ডেকে নিয়ে গিয়ে দুই দেশের বিনোদন, সংস্কৃতি ও ভাবের আদান-প্রদান ঘটিয়েছো। তাই আবার তোমার ডাকের অপেক্ষায়। জানি বাংলাদেশ চেনা ছন্দে ফিরলেই আমি আবার সে দেশের সিনেমার নায়িকা হবো, সেখানে কাজ করবো। কারণ আমার ওপরে তো বাংলাদেশের কোনও রাগ নেই!’
গণভবন থেকে অন্তর্বাস হাতে এক-দুইজন তরুণের প্রকাশ্যে আসার ব্যাপারটি ভালো চোখে দেখেননি পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘যারা অন্তর্বাস নিয়ে ঘুরেছে ও বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ি মেরেছে, তারাই সব নয়। যে যুবকেরা এতোদিন আন্দোলন করে প্রাণ দিয়েছে তাদের সঙ্গে ওই মূর্তি ভাঙা ছাত্রদের আমি মিলিয়ে দেখতে চাই না।’
হিমেল আশরাফের পরিচালনা ও আরশাদ আদনানের প্রযোজনায় ‘প্রিয়তমা’য় ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন ইধিকা পাল। এটি তুমুল ব্যবসায়িক সাফল্য পেয়েছে। বাংলাদেশে এরপর হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’তে অভিনয় করেছেন তিনি। এছাড়া তার হাতে আছে সাইফ চন্দন পরিচালিত ও আরশাদ আদনান প্রযোজিত ‘সাহেব’। নতুন দুটি সিনেমাতেই নায়ক থাকছেন শরিফুল রাজ। এছাড়া দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হতে যাচ্ছে তার।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস