Connect with us

টেলিভিশন

বাংলা ভাষার অবহেলায় স্কুলের ভেতরে ব্যানার-প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ সমাবেশ!

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ভুলিনি সেদিন’ নাটকের দৃশ্য (ছবি: বিটিভি)

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস আগামী ২১ ফেব্রুয়ারি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিশেষ আয়োজন রেখেছে। এরই অংশ হিসেবে তৈরি হলো বিশেষ নাটক ‘ভুলিনি সেদিন’। এর গল্প একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে। 

নাটকের গল্পে দেখা যাবে, মিশা মা-বাবার সঙ্গে বিদেশে থাকে। বছরে দুই-একবার দেশে এলে চাচাতো ভাইবোনদের সঙ্গে ঘোরাঘুরি করে। আর দাদিমার সঙ্গে আড্ডা দিয়ে তার সময় কেটে যায়।

‘ভুলিনি সেদিন’ নাটকের দৃশ্য (ছবি: বিটিভি)

এবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে মাথায় রেখে ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে মেয়েটি। দিনটিতে কী করা যায় চাচাতো ভাইবোন দীপা ও মিতুলের সঙ্গে আলাপ করে সে। কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে একুশে ফেব্রুয়ারি নিয়ে অতো উচ্ছ্বাস নেই মিতুলের। একুশের ইতিহাসও সে ঠিকমতো জানে না। অথচ মিশা ইংরেজি মিডিয়ামে পড়েও বায়ান্নর ইতিহাস জানে।

‘ভুলিনি সেদিন’ নাটকের দৃশ্য (ছবি: বিটিভি)

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, তানজিলা হক মাইশা, তন্ময় বিশ্বাস, মিলি বাশার, আশরাফ টুলু, সামিয়া নাহিসহ অনেকে।

‘ভুলিনি সেদিন’ নাটকের দৃশ্য (ছবি: বিটিভি)

বিটিভিতে আজ (৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘ভুলিনি সেদিন’। এটি লিখেছেন রবিউল আলম, প্রযোজনায় শাহ জামান মিয়া।

সিনেমাওয়ালা প্রচ্ছদ