Connect with us

শুভেচ্ছা

বাবা-মা চেয়েছিলেন ছেলে ডাক্তার হবে, তিনি হয়েছেন ‘বিচ্ছু’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ডাক নাম পুলক। মা হামিদা বেগমের দেওয়া। বন্ধু ও কাছের মানুষেরা এখনো পুলক নামে ডাকে। দাদা নাম রেখেছিলেন জাহিদ। বাবা কাস্টমস কর্মকর্তা ইলিয়াস উদ্দিন তালুকদার ও মা চাইতেন ছেলে ডাক্তার হবে। কিন্তু তিনি চাইতেন অভিনেতা হতে। এ কারণে পরিবার থেকে হাত খরচের টাকা না নিয়ে ঢাকাতেই সংগ্রাম করে থাকতেন। ১৯৬৭ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জে জন্ম। সেখানেই বেড়ে ওঠা। একসময় পুলক থেকে দর্শকদের ভালোবাসায় জাহিদ হাসান হয়েছেন তিনি। আজ তার জন্মদিন।

‘বিচ্ছু’ নাটকের দৃশ্যে তারিক আনাম খান ও জাহিদ হাসান (ছবি: নাট্যকেন্দ্র)

মঞ্চনাটক
কলেজে পড়ার সময় তরুণ সম্প্রদায় নাট্যদলে যোগ দেন জাহিদ হাসান। সেই দলের হয়ে কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি। এরমধ্যে ‘সাত পুরুষের ঋণ’ নাটকটি ১৯৮৪ সালের ১০ আগস্ট বিটিভিতে সরাসরি প্রচারিত হয়। ১৯৯০ সালে যোগ দেন ঢাকার নাট্যকেন্দ্রে। দলটির ‘বিচ্ছু’ নাটকে ইউসুফ চরিত্রে অভিনয়ের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

জাহিদ হাসান (ছবি: ফেসবুক)

টিভি নাটক ও সম্মানী
জাহিদ হাসানের প্রথম অভিনীত টিভি নাটকের নাম ‘জীবন যেমন’। ১৯৮৯ সালে বিটিভির জন্য এটি প্রযোজনা করেন আলীমুজ্জামান দুলু। এতে অভিনয় করে তিনি সম্মানী পেয়েছেন ১২০০ টাকা। ১৯৯০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সমাপ্তি’ অবলম্বনে নির্মিত টেলিফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেন জাহিদ। এর চিত্রনাট্য লিখেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘নক্ষত্রের রাত’ এবং ‘আজ রবিবার’ ধারাবাহিক দুটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এছাড়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘গ্র্যাজুয়েট’ তার অভিনীত জনপ্রিয় আরেকটি ধারাবাহিক। তার জনপ্রিয় চরিত্রের মধ্যে অন্যতম আরমান ভাই।

জাহিদ হাসান (ছবি: ফেসবুক)

প্রথম পরিচালিত দীর্ঘ ধারাবাহিক
অভিনয়ের পাশাপাশি অনেক নাটক পরিচালনা করেছেন জাহিদ হাসান। তার পরিচালিত প্রথম দীর্ঘ ধারাবাহিক ‘লাল নীল বেগুনি’ প্রচারিত হয় এটিএন বাংলায়। তার পরিচালিত আরেকটি জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘টোটো কোম্পানি’, ‘অবচেতন মন’ ও ‘পিছুটান’।

প্রথম সিনেমা
১৯৮৬ সালে আবদুল লতিফ বাচ্চুর পরিচালনায় ‘বলবান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জাহিদ হাসানের। এটি ছিলো বাংলাদেশ-শ্রীলঙ্কা ও পাকিস্তানের যৌথ প্রযোজনা। তার অভিনীত সিনেমার তালিকায় আরো আছে ‘শঙ্খনাদ’ (২০০৪), ‘মেড ইন বাংলাদেশ’ (২০০৭), ‘ঝন্টু মন্টু দুই ভাই’ (২০০৭), ‘আমার আছে জল’ (২০০৮), ‘প্রজাপতি’ (২০১১), ‘বিজলী’ (২০১৮), ‘শনিবার বিকেল’ (মুক্তি প্রতীক্ষিত)।

জাতীয় পুরস্কার নিচ্ছেন জাহিদ হাসান (ছবি: ফেসবুক)

প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় মতি চরিত্রে অভিনয়ের জন্য ১৯৯৯ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জাহিদ হাসান। এরপর ২০১৮ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’র জন্য এবয় ২০১৯ সালে গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’র জন্য সেরা খল অভিনেতার পুরস্কার পান তিনি।

স্ত্রী ও সন্তানদের মাঝে জাহিদ হাসান (ছবি: ফেসবুক)

ব্যক্তিজীবন
জাহিদ হাসানের স্ত্রী মডেলকন্যা সাদিয়া ইসলাম মৌ। তাদের দুই সন্তান। মেয়ের নাম জোহায়রা জাহিদ পুষ্পিতা এবং ছেলের নাম জারিফ জাহিদ সাইম।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ