টালিউড
বাবা হতে যাচ্ছেন পরমব্রত, পিয়া লিখলেন ‘বেবি অন দ্য ওয়ে’

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী (ছবি: ফেসবুক)
সুখবর দিলেন ভারতীয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। শিগগিরই বাবা হতে যাচ্ছেন তিনি। তার স্ত্রী ও কণ্ঠশিল্পী পিয়া চক্রবর্তী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকরা জানিয়েছেন, সব ঠিক থাকলে চলতি বছরের জুন মাসে এই তারকা দম্পতির সন্তান পৃথিবীর আলো দেখবে।
আজ (১৫ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের খুশির খবর জানিয়েছেন পিয়া। তার পোস্ট শেয়ার করেছেন পরমব্রত। তাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে চারটি ছবি দেখা যাচ্ছে। এরমধ্যে একটিতে তারা একে অপরের দিকে তাকিয়ে আছেন। একটি ছবিতে তাদের পোষা কুকুর নিনা। অন্যটিতে পোষ্য বিড়াল বাঘা। আর সর্বশেষ ছবিতে লেখা, ‘বেবি অন দ্য ওয়ে।’
সন্তানসম্ভবা হওয়া প্রসঙ্গে পিয়া লিখেছেন, ‘আমাদের ভালোবাসার বুদবুদ বেড়ে উঠছে। শিগগিরই একজন মানুষ এই পরিবারে যোগ দেবে!’
View this post on Instagram
দুই বাংলার বেশ কয়েকজন তারকা পরম-পিয়াকে শুভেচ্ছায় সিক্ত করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য, রাফিয়াত রশিদ মিথিলা, আশনা হাবিব ভাবনা, মৌনি রয়, কঙ্কনা সেন শর্মা, শুভশ্রী গাঙ্গুলী, পার্নো মিত্র, সোহিনী সরকার, ঋতাভরী চক্রবর্তী, দর্শনা বণিক, সোমলতা আচার্য।

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী (ছবি: ফেসবুক)
২০২৩ সালের ২৭ নভেম্বর বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া। ২০১৫ সালে তাদের বিয়ে হয়েছিলো। ছয় বছর দাম্পত্য জীবন কাটানোর পর ২০২১ সালের নভেম্বরে বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন তারা। তখন গুঞ্জন ছড়িয়ে পড়ে, পরমের সঙ্গে পিয়া প্রেম করছেন বলেই অনুপমের সঙ্গে বিয়ে ভেঙেছে। এর আগে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিদেশিনী ইকার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিলো পরমব্রতর।
গত মাসে মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ও অভিনীত নতুন সিনেমা ‘এই রাত তোমার আমার’। এতে আরো অভিনয় করেছেন অঞ্জন দত্ত ও অপর্ণা সেন।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস