Connect with us

বিশ্বসংগীত

বিশ্বকাপ ক্রিকেটের থিম সংয়ে রণবীর সিং

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘দিল জশন বোলে’ মিউজিক ভিডিওতে রণবীর সিং (ছবি: আইসিসি)

ভারতে আর সপ্তাহ দুয়েক পরেই মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। এ উপলক্ষে টুর্নামেন্টের থিম সং অবমুক্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর শিরোনাম ‘দিল জশন বোলে’। মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন বলিউড তারকা রণবীর সিং। এতে একটি ট্রেনের বগিতে ও ছাদে নেচেগেয়ে যাত্রীদের উদ্বুব্ধ করেছেন তিনি। 

গতকাল (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রকাশিত হয়েছে ওয়ানডে বিশ্বকাপের থিম সং। ৩ মিনিট ২১ সেকেন্ডের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী। গানটি লিখেছেন শ্লোক লাল ও সাবেরি ভার্মা। এতে কণ্ঠ দিয়েছেন প্রীতম, নাকাশ আজিজ, শ্রীরামা চন্দ্র, অমিত মিশ্র, জনিতা গান্ধী, আকাসা এবং চরণ।

বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ৪ অক্টোবর বিশ্বকাপ ট্রফির সঙ্গে ১০ দলের অধিনায়ক ফটোসেশনে অংশ নেবেন। পরদিন (৫ অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানে তাদের নিয়ে থাকছে বিশেষ আয়োজন। গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের পর্দা উঠবে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ