Connect with us

শুভেচ্ছা

‘বিসমিল্লাহ, আমার শাহজাদা সেলিম’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বিয়েতে স্বামীর সঙ্গে মাহিরা খান (ছবি: ইনস্টাগ্রাম)

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান বিয়ের ভিডিও শেয়ার করেছেন। তিনি এর ক্যাপশন দিয়েছেন, ‘আমার শাহজাদা, সেলিম।’ দীর্ঘদিনের প্রেমিক সেলিম করিমের সঙ্গে ঘর বেঁধেছেন ৩৮ বছর বয়সী এই তারকা। তার স্বামী পাকিস্তানি প্রতিষ্ঠান সিম্পাইসার সিইও।

গতকাল (৩ অক্টোবর) এর কিছুক্ষণ আগে স্বামীকে নিজের ঘোমটায় ঢেকে তাকে আলিঙ্গন করার একটি ছবি শেয়ার দেন মাহিরা খান। এর ক্যাপশনে লেখা, ‘বিসমিল্লাহ। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’ তার এই পোস্টের মন্তব্যের ঘরে অনেক তারকা অভিনন্দন জানিয়েছেন। বলিউড অভিনেত্রী সোনম কাপুর লিখেছেন, ‘অভিনন্দন সুন্দরী মেয়ে। ঈশ্বর তোমাদের দুইজনকেই ভালো রাখুন।’

বিয়েতে স্বামীর সঙ্গে মাহিরা খান (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউডের বাঙালি অভিনেত্রী মৌনি রয় লিখেছেন, আপনাদের দুইজনকেই আন্তরিক অভিনন্দন। আপনাদের আগামীর সুখী ও সমৃদ্ধ পথচলা কামনা করি।’

বিয়েতে মাহিরা খান (ছবি: ইনস্টাগ্রাম)

আজ (৪ অক্টোবর) জাঁকজমকপূর্ণ বিয়ের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মাহিরা খান। গত ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের পার্বত্য শহর ভূরবনের মনোরম পরিবেশে সেলিম করিমের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে শুধু দুই পরিবার এবং তাদের ঘনিষ্ঠ বন্ধুরা ছিলেন।

বিয়েতে মাহিরা খান (ছবি: ইনস্টাগ্রাম)

বিয়ের দিন রুপালি লেহেঙ্গা ও কাঁধখোলা ব্লাউজে জমকালো সাজে দেখা গেছে কনেকে। এটি বিশেষভাবে ডিজাইন করেছেন পাকিস্তানি ডিজাইনার ফারাজ মান্নান। বিয়েতে দুটি সাদা ওড়না ব্যবহার করেছেন মাহিরা। একটি ঘোমটা এবং অন্যটি ওড়না হিসেবে ছিলো। পোশাকের সঙ্গে মিলিয়ে হীরার নেকলেস, ঝুমকা ও টিকলি পরেন তিনি। তার স্বামী সেলিম আকাশি নীল পাগড়ির সঙ্গে গাঢ় শেরওয়ানি পরেছেন।

বিয়েতে মাহিরা খান (ছবি: ইনস্টাগ্রাম)

সেলিম করিমের সঙ্গে পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রেম করেছেন মাহিরা। তবে ব্যক্তিজীবনের এই দিকটি গোপন রেখেছিলেন তিনি। বিয়ের মধ্য দিয়ে তাদের সম্পর্কের সফল সমাপ্তি হলো।

মাহিরা এর আগে অভিনেতা-প্রযোজক আলি আসকারিকে বিয়ে করেন। তাদের এক পুত্রসন্তান আছে।

বিয়েতে মাহিরা খান (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৭ সালে বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাহিরার। বড় পর্দায় তাকে সর্বশেষ পাকিস্তানের ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ সিনেমায় ফাহাদ খানের সঙ্গে দেখা গেছে। এটি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। বিশ্বব্যাপী এর আয় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ডলার।

ফাহাদ খানের বিপরীতে তারই সহ-প্রযোজনায় ‘নীলোফার’ নামের একটি সিনেমায় কাজ করছেন মাহিরা। তার অভিনীত মিনি সিরিজ ‘রাজিয়া’ এখন পাকিস্তানি চ্যানেলে প্রচার হচ্ছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ