Connect with us

সিনেমা হল

বুসান জয় করা ‘বলী’ দেশের সিনেমাহলে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘বলী’ সিনেমার দৃশ্যে নাসির উদ্দিন খান (ছবি: অ্যাপলবক্স ফিল্মস লিমিটেড)

২৮তম বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে নিউ কারেন্টস পুরস্কার জয়ী বাংলাদেশের সিনেমা ‘বলী’ পরে সাংহাইসহ আরো কয়েকটি উৎসব ঘুরে প্রশংসা কুড়িয়েছে। কানাডাতে বাণিজ্যিকভাবে মুক্তিও পেয়েছে। এরপর অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। এবার দেশের বড় পর্দায় এসেছে সরকারি অনুদানের এই সিনেমা। আজ (৭ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে এটি।

‘বলী’ (দ্য রেসলার) পরিচালনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী। তিনি থাকেন লন্ডনে। নিজের প্রথম সিনেমার মুক্তি উপলক্ষে দেশে এসেছেন এই তরুণ নির্মাতা। সোশ্যাল মিডিয়ায় তার দেওয়া তথ্যানুযায়ী, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও বালি আর্কেড (চট্টগ্রাম) শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, উত্তরা দিয়াবাড়ির ম্যাজিক মুভি থিয়েটার, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপ সিনেপ্লেক্স, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ ও বগুড়ার মম-ইনে সিনেমাটি উপভোগ করা যাচ্ছে।

ইকবাল হোসাইন চৌধুরী (ছবি: বুসান ফিল্ম ফেস্টিভ্যাল)

চট্টগ্রাম অঞ্চলের সমুদ্রঘেঁষা মানুষের ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা বলীখেলাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প আবর্তিত। এতে কেন্দ্রীয় চরিত্র মধ্যবয়সী মজুর ভূমিকায় আছেন নাসিরউদ্দিন খান। এছাড়া আছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম, তাহাদিল আহমেদ। সিনেমাটি প্রযোজনা করেছেন নির্মাতা পিপলু আর খান। সহ-প্রযোজনায় গাউসুল আলম শাওন ও সাইফুল আজিম।

‘বলী’ সিনেমার দৃশ্যে প্রিয়াম আর্চি (ছবি: অ্যাপলবক্স ফিল্মস লিমিটেড)

গত মাসে ২৩তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী সিনেমা নির্বাচিত হয় ‘বলী’। এর আগেই গত বছরের সেপ্টেম্বরে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সনদ পেয়েছে এটি।

‘বলী’ সিনেমার দৃশ্য সংবলিত টি-শার্ট (ছবি: কে-ক্র্যাফট)

‘বলী’র মুক্তি উপলক্ষে বিশেষ টি-শার্ট বিক্রি হচ্ছে। এটি ডিজাইন করেছেন কে-ক্র্যাফটের স্বত্বাধিকারী খালিদ মাহমুদ খান।

এদিকে আজ সরকারি অনুদানের আরেকটি সিনেমা মুক্তি পেয়েছে বড় পর্দায়। এর নাম ‘দায়মুক্তি’। এতে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। ছোট পর্দায় একসঙ্গে অনেক কাজ করলেও সিনেমায় প্রথমবার দেখা যাচ্ছে তাকে। বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে তৈরি হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। প্রযোজনায় মো. জসিম উদ্দিন।

‘দায়মুক্তি’র দৃশ্যে দিলারা জামান ও আবুল হায়াত (ছবি: রাইসা ফিল্ম প্রোডাকশন)

এতে আরো অভিনয় করেছেন সাইমন সাদিক, সুস্মী রহমান, সামিয়া নাহি, শম্পা নিজাম, সুব্রত, সূচরিতাসহ অনেকে। রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যনারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। মনিরুজ্জামান মনির ও কবির বকুলের কথায় এতে গান রয়েছে দুটি। জাহিদ নিরব ও আলি আকরাম শুভর সংগীতে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কোনাল ও সাব্বির নাসির।

‘দায়মুক্তি’র দৃশ্যে সুস্মী রহমান ও সাইমন সাদিক (ছবি: রাইসা ফিল্ম প্রোডাকশন)

বদিউল আলম খোকন জানান, বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘দায়মুক্তি’ সিনেমার কাহিনি। এতে উঠে এসেছে সমাজের সমসাময়িক একটি পরিচিত গল্প। মূলধারার বাণিজ্যিক সিনেমার বাইরে এটাই তার প্রথম গল্পভিত্তিক ছবি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ