ওয়ার্ল্ড সিনেমা
ভারতে পাকিস্তানি সিনেমাটির মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ সিনেমায় মাহিরা খান ও ফাওয়াদ খান (ছবি: টুইটার)
পাকিস্তানি ব্লকবাস্টার সিনেমা ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ আগামী ৩০ ডিসেম্বর ভারতে মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। ফলে এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
অথচ সিবিএফসি থেকে ছাড়পত্র পেয়ে ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ মুক্তি দেওয়ার সব প্রস্তুতি সেরে ফেলেছিল ভারতীয় পরিবেশনা সংস্থা জি স্টুডিওস। কিন্তু গত ২৬ ডিসেম্বর ভারতের সেন্সর বোর্ড পুনরায় সিনেমাটি দেখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এর সেন্সর সনদ প্রত্যাহার করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ সিনেমার পোস্টার (ছবি: টুইটার)
ভারতে পাকিস্তানি সিনেমার প্রদর্শনী সাধারণত দেখা যায় না। যদিও পাকিস্তান থেকে পণ্য আমদানি-রফতানিতে দেশটির কোনো বাণিজ্য নিষেধাজ্ঞা নেই। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানি শিল্পীরা ভারতীয় বিনোদন অঙ্গনে উপেক্ষিত থেকেছেন।

মাহিরা খান (ছবি: টুইটার)
গত ১৩ অক্টোবর মুক্তির পর ইতিহাস সৃষ্টি করে ‘দ্য লেজেন্ড অব মাওলা জাট’। মাত্র ১০ দিনে ভারত ব্যতিত পাকিস্তানসহ অন্যান্য দেশে এর আয় ছাড়ায় ১০০ কোটি রুপি। পাকিস্তানি কোনো সিনেমার শতকোটির মাইলফলক অতিক্রমের ঘটনা এটাই প্রথম। এর আগে দেশটির সর্বোচ্চ আয় করা সিনেমা ছিলো ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জাওয়ানি ফির না আনি টু’। এর আয় হয় ৭০ কোটি রুপি।

হুমায়রা মালিক (ছবি: টুইটার)
পাঞ্জাবি ভাষায় নির্মিত ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ মূলত রিমেক সিনেমা। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ প্রায় ৫০ কোটি রুপিতে নতুন আঙ্গিকে সাজিয়েছেন পরিচালক বিলাল লাশারি। এটাই পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। এতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হামজা আলী আব্বাসি, হুমায়রা মালিকসহ অনেকে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
